মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সোনিয়া খাতুন (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার উত্তর লাউড়ি গ্রামে বাবার বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে তিনি আত্মহত্যা করেন। সোনিয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
জোর করে বিয়ে দেওয়ায় সোনিয়া আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোনিয়ার চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ‘দুই মাস আগে উপজেলার তাহেরপুর এলাকার জনৈক আবু রাসেল জিয়ার সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না।’
জনি বলেন, ‘আট–দশ দিন আগে স্বামীর বাড়ি থেকে লাউড়ি গ্রামে বাবার বাড়িতে আসে সোনিয়া। আজ নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সোনিয়া এ কাজ করল বুঝতে পারছি না।’
খোঁজ নিয়ে জানা গেছে, রাসেলের সঙ্গে বিয়েতে সোনিয়ার অমত ছিল। বাবা-মা জোর করে বিয়ে দেন।
সোনিয়ার বাবা হারুন অর রশিদ বলেন, ‘৮-১০ দিন আগে মেয়ে আমার বাড়িতে আসে। আজ দুপুরে গোসল করে নিজের ঘরে ঘুমাতে যায়। বিকেলে জাগাতে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে মেয়ের লাশ ঝুলে আছে।’
হারুন অর রশিদ দাবি করেন, দুই পরিবারের মধ্যে দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তাঁর বাড়ি আসার পর জামাইয়ের সঙ্গে মোবাইল ফোনে মেয়ের কথা হতো।
মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘দুইমাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। পারিবারিক অশান্তিতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’
যশোরের মনিরামপুরে সোনিয়া খাতুন (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার উত্তর লাউড়ি গ্রামে বাবার বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে তিনি আত্মহত্যা করেন। সোনিয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
জোর করে বিয়ে দেওয়ায় সোনিয়া আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোনিয়ার চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ‘দুই মাস আগে উপজেলার তাহেরপুর এলাকার জনৈক আবু রাসেল জিয়ার সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না।’
জনি বলেন, ‘আট–দশ দিন আগে স্বামীর বাড়ি থেকে লাউড়ি গ্রামে বাবার বাড়িতে আসে সোনিয়া। আজ নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সোনিয়া এ কাজ করল বুঝতে পারছি না।’
খোঁজ নিয়ে জানা গেছে, রাসেলের সঙ্গে বিয়েতে সোনিয়ার অমত ছিল। বাবা-মা জোর করে বিয়ে দেন।
সোনিয়ার বাবা হারুন অর রশিদ বলেন, ‘৮-১০ দিন আগে মেয়ে আমার বাড়িতে আসে। আজ দুপুরে গোসল করে নিজের ঘরে ঘুমাতে যায়। বিকেলে জাগাতে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে মেয়ের লাশ ঝুলে আছে।’
হারুন অর রশিদ দাবি করেন, দুই পরিবারের মধ্যে দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তাঁর বাড়ি আসার পর জামাইয়ের সঙ্গে মোবাইল ফোনে মেয়ের কথা হতো।
মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘দুইমাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। পারিবারিক অশান্তিতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’
আত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয়
২ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে