প্রতিনিধি, অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগরে শ্বশুর বাড়িতে ঈদে বেড়াতে এসে মো. শরিফুল ইসলামের (৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শংকরপাশা গ্রামের শাহিন পাড়া থেকে শ্বশুর আবুল হোসেনের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা–পুলিশ। মৃত শফিকুল ইসলাম নাভারনের জামতলা গ্রামের মো. হামিদ মোড়লের ছেলে।
মৃত শফিকুলের স্ত্রী শিল্পী বেগম বলেন, আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমার স্বামী মালয়েশিয়া চলে যায়। তারপর মাঝেমধ্যে দেশে বেড়াতে আসত। আমাদের ছয় বছরের একটা ছেলে রয়েছে। আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকি। পাঁচ মাস আগে আমার স্বামী দেশে ফিরে আসে। ঈদের পরের দিন আমাদের বাড়িতে আমার স্বামী আসে। আমি তাকে এখানে ব্যবসা-বাণিজ্য করার কথা বলি। কিন্তু সে তাঁর বাড়িতে চলে যেতে চায়। এই নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়। গতকাল রাতে আমরা যখন ঘুমিয়ে পড়েছি তখন আমার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তবে সরেজমিনে গেলে এলাকাবাসী আজকের পত্রিকাকে ভিন্ন কথা জানায়, বিয়ের পর শিল্পীর স্বামী মালয়েশিয়া চলে যায়। এরপর থেকে শিল্পী বাবার বাড়িতে থাকেন। তাঁর স্বামী মোট ১৩ বছর মালয়েশিয়ায় ছিল। মাঝেমধ্যে দেশে আসত। বিদেশে থাকার সময় শরিফুল দশ ভরি সোনা পাঠায় শিল্পীর কাছে। পাশাপাশি অনেক টাকাপয়সাও পাঠায়। কিন্তু দেশে আসার পর স্ত্রী'র কাছে সোনা ও টাকার হিসাব চায় শরিফুল। এখান থেকে শুরু হয় দুজনের মধ্যে মনোমালিন্য।
একই গ্রামের বাসিন্দা রাসেল শেখ বলেন, রাতে মারা গেল অথচ সকাল আটটায় আশপাশের লোকজন জানতে পারে। আশপাশের লোকজন বাড়িতে আসলে দেখা যায় মরদেহ বিছানায় পড়ে রয়েছে। কিন্তু মৃতের শ্বশুর এবং শ্যালক বাড়ি থেকে পালিয়ে গেছে। তা ছাড়া এই পরিবারের নামে বিভিন্ন ধরনের অপবাদের অভিযোগ রয়েছে। তবে আমাদের কাছে বিষয়টি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এই মৃত্যুর ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। আমি মনে করি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষের শাস্তি পাক।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটি বিছানায় শোয়ানো। এখন কোনো কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পরে সঠিক তথ্য উদ্ঘাটন করা যাবে।
যশোরের অভয়নগরে শ্বশুর বাড়িতে ঈদে বেড়াতে এসে মো. শরিফুল ইসলামের (৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শংকরপাশা গ্রামের শাহিন পাড়া থেকে শ্বশুর আবুল হোসেনের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা–পুলিশ। মৃত শফিকুল ইসলাম নাভারনের জামতলা গ্রামের মো. হামিদ মোড়লের ছেলে।
মৃত শফিকুলের স্ত্রী শিল্পী বেগম বলেন, আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমার স্বামী মালয়েশিয়া চলে যায়। তারপর মাঝেমধ্যে দেশে বেড়াতে আসত। আমাদের ছয় বছরের একটা ছেলে রয়েছে। আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকি। পাঁচ মাস আগে আমার স্বামী দেশে ফিরে আসে। ঈদের পরের দিন আমাদের বাড়িতে আমার স্বামী আসে। আমি তাকে এখানে ব্যবসা-বাণিজ্য করার কথা বলি। কিন্তু সে তাঁর বাড়িতে চলে যেতে চায়। এই নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়। গতকাল রাতে আমরা যখন ঘুমিয়ে পড়েছি তখন আমার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তবে সরেজমিনে গেলে এলাকাবাসী আজকের পত্রিকাকে ভিন্ন কথা জানায়, বিয়ের পর শিল্পীর স্বামী মালয়েশিয়া চলে যায়। এরপর থেকে শিল্পী বাবার বাড়িতে থাকেন। তাঁর স্বামী মোট ১৩ বছর মালয়েশিয়ায় ছিল। মাঝেমধ্যে দেশে আসত। বিদেশে থাকার সময় শরিফুল দশ ভরি সোনা পাঠায় শিল্পীর কাছে। পাশাপাশি অনেক টাকাপয়সাও পাঠায়। কিন্তু দেশে আসার পর স্ত্রী'র কাছে সোনা ও টাকার হিসাব চায় শরিফুল। এখান থেকে শুরু হয় দুজনের মধ্যে মনোমালিন্য।
একই গ্রামের বাসিন্দা রাসেল শেখ বলেন, রাতে মারা গেল অথচ সকাল আটটায় আশপাশের লোকজন জানতে পারে। আশপাশের লোকজন বাড়িতে আসলে দেখা যায় মরদেহ বিছানায় পড়ে রয়েছে। কিন্তু মৃতের শ্বশুর এবং শ্যালক বাড়ি থেকে পালিয়ে গেছে। তা ছাড়া এই পরিবারের নামে বিভিন্ন ধরনের অপবাদের অভিযোগ রয়েছে। তবে আমাদের কাছে বিষয়টি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এই মৃত্যুর ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। আমি মনে করি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষের শাস্তি পাক।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটি বিছানায় শোয়ানো। এখন কোনো কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পরে সঠিক তথ্য উদ্ঘাটন করা যাবে।
আওয়ামী সমর্থক অপবাদ দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার চড়কগাছিয়া গ্রামের সাপলেজা মাছ বাজারে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেবাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
৭ মিনিট আগেশিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি কর
২ ঘণ্টা আগে