চৌগাছা (যশোর) প্রতিনিধি
মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোজিনার স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এ জন্য তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু-চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লিদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী পরিজনসহ আজ চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন।
শরিফুল জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তাঁর আরেক ভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত রাস্তার গতিরোধকের কারণে ঝাঁকি খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রোজিনা। মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রোজিনার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় শরিফুল ইসলামসহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে দাফনের লিখিত আবেদন নিয়ে যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন।
মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোজিনার স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এ জন্য তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু-চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লিদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী পরিজনসহ আজ চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন।
শরিফুল জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তাঁর আরেক ভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত রাস্তার গতিরোধকের কারণে ঝাঁকি খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রোজিনা। মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রোজিনার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় শরিফুল ইসলামসহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে দাফনের লিখিত আবেদন নিয়ে যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে