Ajker Patrika

মানত শোধ করতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
মানত শোধ করতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

রোজিনার স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এ জন্য তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু-চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লিদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী পরিজনসহ আজ চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন। 

শরিফুল জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তাঁর আরেক ভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত রাস্তার গতিরোধকের কারণে ঝাঁকি খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রোজিনা। মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রোজিনার মৃত্যু হয়। 

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় শরিফুল ইসলামসহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে দাফনের লিখিত আবেদন নিয়ে যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত