Ajker Patrika

ভারতে পাচারকালে শার্শা সীমান্তে ৯ কোটি টাকার স্বর্ণবার জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে পাচারকালে শার্শা সীমান্তে ৯ কোটি টাকার স্বর্ণবার জব্দ

ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলোট থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণবার জব্দ করেছে বিজিবি। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তাঁরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ স্বর্ণের চালান জব্দ করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর শার্শা সীমান্ত হয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে সীমান্তে সন্দেহভাজন চোরাচালানিকে ধাওয়া করলে তিনি একটি মোটরসাইকেলসহ ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৮২টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। এ বিষয়ে স্বর্ণ পাচার আইনে মামলা হয়েছে শার্শা থানায়।

এর আগে গতকাল বুধবার রাতে বেনাপোল সীমান্ত থেকে ১১২টি স্বর্ণবারসহ দুজনকে আটক করে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। এছাড়া আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট থেকে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত