Ajker Patrika

মেহেরপুরে ট্রলি উল্টে স্কুলছাত্র নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৩, ১৫: ১০
মেহেরপুরে ট্রলি উল্টে স্কুলছাত্র নিহত

মেহেরপুরর গাংনীত ট্রলি উল্টে মো. সাহাজাদ আলী (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুরাতন মটমুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

সাহাজাদ আলী মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। 

সাহাজাদ আলীর চাচা আব্দুল হালিম জানান, সাহাজাদ আলীসহ কয়েকজন ট্রলিতে চেপে পার্শ্ববর্তী পুরাতন মটমুড়া গ্রামের একটি ইট ভাটায় ইট আনতে যায়। সেখানে পৌঁছানোর পরপরই ট্রলিটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালকসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। 

মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, ট্রলি উল্টে ঘটনাস্থলেই সাহাজাদের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত