Ajker Patrika

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রনি হোসেনকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত এই রায় দেন। এ সময় আসামি উপস্থিতি ছিলেন। রায়ে এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। 

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম লালন বলেন, ‘স্ত্রী রত্না হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন।’ 

রনি হোসেন সদর উপজেলার বটতৈল ৪ মাইল এলাকার বাসিন্দা। এ মামলায় অপর আসামি সাজাপ্রাপ্ত রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন বিকেলে পূর্ব পরিকল্পনানুযায়ী শহরে ভাড়া বাসায় রনি তার স্ত্রী রত্না খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রত্না খাতুনের। এ ঘটনায় পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই বিশাল হোসেন হত্যার অভিযোগ এনে রনি ও শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। 

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট এজাহার নামীয় দুজনের বিরুদ্ধে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল কাদের আদালতে চার্জশিট দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত