কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রনি হোসেনকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত এই রায় দেন। এ সময় আসামি উপস্থিতি ছিলেন। রায়ে এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম লালন বলেন, ‘স্ত্রী রত্না হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন।’
রনি হোসেন সদর উপজেলার বটতৈল ৪ মাইল এলাকার বাসিন্দা। এ মামলায় অপর আসামি সাজাপ্রাপ্ত রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন বিকেলে পূর্ব পরিকল্পনানুযায়ী শহরে ভাড়া বাসায় রনি তার স্ত্রী রত্না খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রত্না খাতুনের। এ ঘটনায় পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই বিশাল হোসেন হত্যার অভিযোগ এনে রনি ও শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট এজাহার নামীয় দুজনের বিরুদ্ধে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল কাদের আদালতে চার্জশিট দেন।
কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রনি হোসেনকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত এই রায় দেন। এ সময় আসামি উপস্থিতি ছিলেন। রায়ে এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম লালন বলেন, ‘স্ত্রী রত্না হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন।’
রনি হোসেন সদর উপজেলার বটতৈল ৪ মাইল এলাকার বাসিন্দা। এ মামলায় অপর আসামি সাজাপ্রাপ্ত রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন বিকেলে পূর্ব পরিকল্পনানুযায়ী শহরে ভাড়া বাসায় রনি তার স্ত্রী রত্না খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রত্না খাতুনের। এ ঘটনায় পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই বিশাল হোসেন হত্যার অভিযোগ এনে রনি ও শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট এজাহার নামীয় দুজনের বিরুদ্ধে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল কাদের আদালতে চার্জশিট দেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে