Ajker Patrika

ঈদে বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ঈদে বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ-ভারতে চলাচলকারী তিনটি ট্রেন বন্ধ থাকবে। ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস রেল, ১৪ জুন থেকে ২২ জুন মৈত্রী এক্সপ্রেস ও ১২ জুন থেকে ২০ জুন মিতালী এক্সপ্রেস বন্ধ থাকবে। 

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (পিপলস রিপাবলিক অফ সরকার ঢাকা) এম ডি মিহরাবুর রশিদ খান (ডেপুটি ডিরেক্টর ইন্টারচেঞ্জ বাংলাদেশের রেলওয়ে) এ তথ্য জানান। তিনি চিঠিতে আরও জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও বন্ধন, মৈত্রী ও মিতালী এক্সপ্রেস যথা নিয়মে চালু থাকবে। 

খুলনা-কলকাতা রেল রুটে সপ্তাহে দুদিন রোববার ও বৃহস্পতিবার যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস চলাচল করে, এ ছাড়া ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা রুটে মিতালী এক্সপ্রেস ঢাকা-জলপাইগুড়ি রুটে চলাচল করে থাকে। 

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান ভারত-বাংলাদেশের মধ্যে রেল সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ রেলওয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক রুটে ঈদ উপলক্ষে বন্ধ রেখেছে। তবে দেশের অভ্যন্তরে সব রেল চালু থাকবে। 

এদিকে ঈদের ছুটিতে আন্তর্জাতিক রুটে রেল সেবা বন্ধ ঘোষণায় যারা চিকিৎসা, ব্যবসা ও দর্শনীয় স্থান ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা ভোগান্তিতে পড়বে বলে জানান পাসপোর্টধারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত