Ajker Patrika

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

তালা ও পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬: ২৫
তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিজুল মোড়ল তালার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আরিজুল মোড়ল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে ও মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। 

কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও তালা পাটকেলঘাটা সদর সার্কেল হ‌ুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলামত উদ্ধারের চেষ্টা চলছে। আজ দুপুর পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত