খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতা-কর্মীর নামে মামলা 

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ১১: ২৯
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১: ৩৭

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাতনামা ১৭০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গণসমাবেশকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং স্টেশনের জানালার গ্লাস ভাঙচুর করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনামা ১৭০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত