দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজের দাম কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন খরচের চেয়ে ২০ টাকা লোকসানে বিক্রি করতে হচ্ছে। এই ঘটনায় ন্যায্যমূল্যের দাবিতে গতকাল বুধবার বিকেলে উপজেলার খলিশাকুণ্ডি বাজারে সড়কে পেঁয়াজ ছিটিয়ে সাড়ে তিন ঘণ্টা অবরোধ করেন চাষিরা। ফের আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। এতে বিঘাপ্রতি চাষে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এবারের বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজ ফলনে কিছুটা কমেছে। তবে, বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ হারে পেঁয়াজ উৎপাদন হতে পারে।
চাষিরা বলছেন, আজ বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া পাইকারি বাজারে পেঁয়াজ কেনা হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। কিন্তু এক কেজি পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ৪৫-৫০ টাকা। এতে কৃষকের লোকসান দাঁড়িয়েছে কেজিতে ২০ টাকা।
উপজেলার পেঁয়াজের আড়তগুলোতে গিয়ে জানা গেছে, গতকাল বুধবার পেঁয়াজ বিক্রি হয়েছে ২৮ থেকে ৩৫ টাকা দরে। আজ সকালে আরও এক টাকা কমে আড়তে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ৩৪ টাকা দরে। এ সময় আড়তে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেছে। নতুন পেঁয়াজ ওঠার শুরুতে দাম কিছুটা ভালো থাকলেও প্রতিদিন পেঁয়াজের দাম ক্রমাগত নিম্নমুখী বলে জানান স্থানীয় আড়তদারেরা।
গতকাল খলিশাকুণ্ডি বাজারে বিক্ষোভের সময় একলাসুর রহমান নামের এক কৃষক বলেন, ‘বিঘাপ্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজ চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাব। তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ২৫-৩০ টাকায়। যার ফলে আমরা লোকসানের মুখে পড়েছি—তাই দাম বাড়ানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।’
পেঁয়াজচাষি ওবায়দুল ইসলাম বলেন, ‘পেঁয়াজ বাজারে ওঠার শরুতেই যে দাম চলছে এতে বীজের দাম তুলতেই গায়ে বেধে যাবে। এখনো তো বাজারে পুরোদমে পেঁয়াজ উঠতে শুরু করেনি।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, চাষিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও বাইরে থেকে আমদানি বন্ধের দাবিতে খলিশাকুণ্ডি বাজারে গতকাল বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে আবারও সড়ক অবরোধ করে তাঁরা মানববন্ধন করেছেন।
পেঁয়াজের মূল্যবৃদ্ধির দাবিতে কৃষকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার বিষয় শুনেছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি বলেন, ‘পেঁয়াজ ওঠার শুরুতেই বাজারে দাম পড়ে গেছে। এতে চাষিরা লোকসানের মুখে পড়েছেন। আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘চাষিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজের দাম কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন খরচের চেয়ে ২০ টাকা লোকসানে বিক্রি করতে হচ্ছে। এই ঘটনায় ন্যায্যমূল্যের দাবিতে গতকাল বুধবার বিকেলে উপজেলার খলিশাকুণ্ডি বাজারে সড়কে পেঁয়াজ ছিটিয়ে সাড়ে তিন ঘণ্টা অবরোধ করেন চাষিরা। ফের আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। এতে বিঘাপ্রতি চাষে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এবারের বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজ ফলনে কিছুটা কমেছে। তবে, বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ হারে পেঁয়াজ উৎপাদন হতে পারে।
চাষিরা বলছেন, আজ বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া পাইকারি বাজারে পেঁয়াজ কেনা হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। কিন্তু এক কেজি পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ৪৫-৫০ টাকা। এতে কৃষকের লোকসান দাঁড়িয়েছে কেজিতে ২০ টাকা।
উপজেলার পেঁয়াজের আড়তগুলোতে গিয়ে জানা গেছে, গতকাল বুধবার পেঁয়াজ বিক্রি হয়েছে ২৮ থেকে ৩৫ টাকা দরে। আজ সকালে আরও এক টাকা কমে আড়তে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ৩৪ টাকা দরে। এ সময় আড়তে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেছে। নতুন পেঁয়াজ ওঠার শুরুতে দাম কিছুটা ভালো থাকলেও প্রতিদিন পেঁয়াজের দাম ক্রমাগত নিম্নমুখী বলে জানান স্থানীয় আড়তদারেরা।
গতকাল খলিশাকুণ্ডি বাজারে বিক্ষোভের সময় একলাসুর রহমান নামের এক কৃষক বলেন, ‘বিঘাপ্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজ চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাব। তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ২৫-৩০ টাকায়। যার ফলে আমরা লোকসানের মুখে পড়েছি—তাই দাম বাড়ানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।’
পেঁয়াজচাষি ওবায়দুল ইসলাম বলেন, ‘পেঁয়াজ বাজারে ওঠার শরুতেই যে দাম চলছে এতে বীজের দাম তুলতেই গায়ে বেধে যাবে। এখনো তো বাজারে পুরোদমে পেঁয়াজ উঠতে শুরু করেনি।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, চাষিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও বাইরে থেকে আমদানি বন্ধের দাবিতে খলিশাকুণ্ডি বাজারে গতকাল বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে আবারও সড়ক অবরোধ করে তাঁরা মানববন্ধন করেছেন।
পেঁয়াজের মূল্যবৃদ্ধির দাবিতে কৃষকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার বিষয় শুনেছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি বলেন, ‘পেঁয়াজ ওঠার শুরুতেই বাজারে দাম পড়ে গেছে। এতে চাষিরা লোকসানের মুখে পড়েছেন। আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘চাষিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের উজিরপুর উপজেলার হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এ ছাড়া নির্মাণকাজ বন্ধে উচ্চ আদালত স্থিতাবস্থা জারি করেছেন।
৫ ঘণ্টা আগেযশোরের কেশবপুরে পুত্রবধূ ও শাশুড়িদের নিয়ে ব্যতিক্রমী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজর এড়িয়ে এ সব মাটি বিক্রি করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেস্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, দেশের স্থানীয় সরকারব্যবস্থা অনেক পুরোনো। কতগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তসম্পর্ক তৈরি হয়নি। ফলে এগুলো কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। অসামঞ্জস্যপূর্ণ এ ব্যবস্থার উন্নয়ন হয়নি।
৫ ঘণ্টা আগে