দৌলতপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু, আহত ৩ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৭: ১২
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৭: ১৯

কুষ্টিয়ার দৌলতপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহাম্মেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৩ জন আহত হয়। নিহত রাসেল দৌলতপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার ঝাউদিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। 

আহতরা হল, রাসেলের বন্ধু শিশির ও সবুজ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে দৌলতপুরের দিকে আসছিল রাসেল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাসেল মারা যায়। আহত হয় রাসেলের দুই বন্ধুসহ তিনজন। 

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত