খুলনা প্রতিনিধি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কতিপয় পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তার সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। তাই এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।’
আজ বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে, যেখানে সব ভুল-বোঝাবুঝি আলোচনার মধ্যমে নিরসন হবে।’
পরীমণি-সাকলায়েন কাণ্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গেছে, অভিযোগটি প্রমাণিত হওয়ায় সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রায় ১০০ বছরের ওপরে দায়িত্ব পালন করে আসছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে আসছি। একসময় খুলনা অঞ্চল সন্ত্রাসের জনপদ ছিল। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি।’
পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। পুলিশের থানা প্রতিষ্ঠার পর থেকে কখনো তালা লাগানো থাকে না। সব সময় দরজা খোলা থাকে, মানুষ সেখানে আসে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি। সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি। জনসেবার মধ্য দিয়েই ঋণ পরিশোধ করতে চাই।’
আইজিপি বলেন, ‘সুন্দরবন দস্যুদের অভয়ারণ্য ছিল। প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেছেন। একসময় খুলনার জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সেই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। খুলনা এখন শান্তির নগরী।’
তিনি আরও বলেন, ‘পুলিশ দেশের মানুষকে সেবা দিয়ে গর্বিত হতে চায়। এবার আমরা স্লোগান দিয়েছি “দেশ সেবাই আমাদের আনন্দ, সেবাই আমাদের উৎসব”। সেই সেবাকে ব্রত নিয়ে আমরা কাজ করছি।’
এর আগে আইজিপি মেট্রোপলিটন পুলিশ লাইনে চারতলা অস্ত্রাগার ভবন, ছয়তলা মাল্টিপারপাস ভবন ও বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন।
পরে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কতিপয় পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তার সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। তাই এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।’
আজ বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে, যেখানে সব ভুল-বোঝাবুঝি আলোচনার মধ্যমে নিরসন হবে।’
পরীমণি-সাকলায়েন কাণ্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গেছে, অভিযোগটি প্রমাণিত হওয়ায় সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রায় ১০০ বছরের ওপরে দায়িত্ব পালন করে আসছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে আসছি। একসময় খুলনা অঞ্চল সন্ত্রাসের জনপদ ছিল। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি।’
পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। পুলিশের থানা প্রতিষ্ঠার পর থেকে কখনো তালা লাগানো থাকে না। সব সময় দরজা খোলা থাকে, মানুষ সেখানে আসে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি। সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি। জনসেবার মধ্য দিয়েই ঋণ পরিশোধ করতে চাই।’
আইজিপি বলেন, ‘সুন্দরবন দস্যুদের অভয়ারণ্য ছিল। প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেছেন। একসময় খুলনার জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সেই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। খুলনা এখন শান্তির নগরী।’
তিনি আরও বলেন, ‘পুলিশ দেশের মানুষকে সেবা দিয়ে গর্বিত হতে চায়। এবার আমরা স্লোগান দিয়েছি “দেশ সেবাই আমাদের আনন্দ, সেবাই আমাদের উৎসব”। সেই সেবাকে ব্রত নিয়ে আমরা কাজ করছি।’
এর আগে আইজিপি মেট্রোপলিটন পুলিশ লাইনে চারতলা অস্ত্রাগার ভবন, ছয়তলা মাল্টিপারপাস ভবন ও বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন।
পরে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ সাতজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
৭ মিনিট আগেকক্সবাজারের পেকুয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া) আঞ্চলিক মহাসড়কের উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গতকাল বুধবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি বিশেষ দল। র্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে