কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ কারণে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শত শত জনতা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আলটিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশনমাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।
বক্তারা বলেন, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখো মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি হওয়া একান্ত আবশ্যক। আজ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে।
কুমারখালী রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নির্দেশনা পেলে যাত্রাবিরতি চালু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ কারণে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শত শত জনতা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আলটিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশনমাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।
বক্তারা বলেন, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখো মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি হওয়া একান্ত আবশ্যক। আজ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে।
কুমারখালী রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নির্দেশনা পেলে যাত্রাবিরতি চালু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
২৪ মিনিট আগেরিফাত আহমেদ বলেন, অভিযানে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়ি ও ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জব্দ অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৫ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি অর্থায়নের খেয়ার ঘাট নিজ বাড়িতে নির্মাণের অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিলও করেন।
১ ঘণ্টা আগেবরিশালের আগৈলঝাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক বিএনপি নেতাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হল
১ ঘণ্টা আগে