থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৫: ০৬
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫: ৩১

যশোরের কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে প্রথমবারের মতো থাইল্যান্ডের কিউজাই জাতের আম আবাদ করা হয়েছে। ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফি গত বছর কিউজাই জাতের দুটি আমের গাছ রোপণ করেন। প্রথমবারই ওই দুটি গাছে প্রায় ৫০টি আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে প্রায় এক কেজি। 

কৃষক খন্দকার শফি বলেন, পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের কিউজাই জাতের দুটি আমগাছের চারা রোপণ করা হয়। এই জাতের আম দেখতে বেশ লম্বাটে। আম কাঁচা খেতে খুব মিষ্টি। কয়েকটি আম ইতিমধ্যে গাছ থেকে পাড়া হয়েছে। পাকা অবস্থায় এই আম খেতে আরও বেশি সুস্বাদু। প্রথমবার ফলন ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবে এই জাতের আম চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন এই কৃষক। 

কৃষক খন্দকার শফি জানান, কিউজাই আম স্বাদে, গন্ধে, আকারে ফল হিসেবে পুষ্টির চাহিদা পূরণে সেরা ও অতুলনীয়। তাঁর গাছের একেকটি আমের ওজন প্রায় ১ কেজি হয়েছে। 

এ ব্যাপারে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা বলেন, থাইল্যান্ডের কিউজাই জাতের আম এ দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করা সম্ভব। আমটি আকারে বড়। খেতেও খুব সুস্বাদু হওয়ায় কৃষকেরা এই জাতের আম আবাদে ঝুঁকছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত