খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
২৪ মিনিট আগেখুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে