গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে দুই বছর আগে দলছুট হয়ে যায় এক শূকর। এরপর থেকে প্রাণীটি উপজেলার কাজিপুর গ্রামের ঝোঁপঝাড়ে থাকত ও মাঠের ফসল খেত। একা থাকতে থাকতে ও সম্প্রতি মাঠে কোনো ফসল না থাকায় জন্তুটি হিংস্র হয়ে ওঠে। আজ সোমবার শূকরটি লোকালয়ে ঢুকে পড়ে মানুষকে আক্রমণ করে বলে খবর পাওয়া গেছে।
শূকরটির কামড়ে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. সিরাজুল ইসলাম (৫৫), অঞ্জনা খাতুন (৩০), বিল্লাল হোসেন (৫০), মোহাসিন আলী (২৫), রিপন আলী (২৫), রেহেনা খাতুন (৩৫), আবদুর রশিদ (৫০)। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শূকুরটি দুই বছর যাবৎ এলাকার মাঠে বসবাস করত। একা থাকতে থাকতে সে হিংস্র হয়ে যায়। পরে লোকালয়ে ঢুকেই কামড়াতে শুরু করে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। আর শূকরটিকে গ্রামবাসী মেরে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা মোছা. জরিনা খাতুন বলেন, ‘শূকুরটি প্রায় দুই বছর আগে দলছুট হয়ে যায়। এরপর থেকে সে মাঠে একাই থাকত। বিভিন্ন সময় বিভিন্ন ফসল খেত। মাঠে এখন খাওয়ার মতো তেমন কোনো ফসল নেই। তাই সে গ্রামে ঢুকে পড়েছে। প্রথমে আমাদের পরিবারের দুজনকে আক্রমণ করে।
‘শুনেছি, আমাদের পাড়া থেকে গিয়ে অন্য পাড়াতেও কয়েকজনকে আক্রমণ করে। পরে লোকজন হিংস্র প্রাণীটিকে মারতে গেলে তাঁরাও আক্রমণের শিকার হয়। তবে গ্রামবাসী শূকরটিকে মেরে ফেলেছে। এখন অনেকেই কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে।’
আহত সিরাজুল ইসলাম বলেন, ‘মাঠ থেকে হঠাৎ বাড়ির মধ্যে এসে বন্য শূকুরটি বাড়ির মহিলাদের আক্রমণ করে। তাদের বাঁচাতে শূকরটিকে তাড়া দিলে আমাদের আক্রমণ করে। এতে আমরা গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় শূকরটিকে মেরে ফেলা হয়েছে।’
কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ বলেন, ‘বন্য শূকরের আক্রমণে পাশের গ্রামের বেশ কিছু লোকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর হিংস্র প্রাণীটিকে গ্রামবাসী মেরে ফেলেছে।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিডি দাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন সাপ্লাই না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রেফার্ড করা হয়েছে।
মেহেরপুরের গাংনীতে দুই বছর আগে দলছুট হয়ে যায় এক শূকর। এরপর থেকে প্রাণীটি উপজেলার কাজিপুর গ্রামের ঝোঁপঝাড়ে থাকত ও মাঠের ফসল খেত। একা থাকতে থাকতে ও সম্প্রতি মাঠে কোনো ফসল না থাকায় জন্তুটি হিংস্র হয়ে ওঠে। আজ সোমবার শূকরটি লোকালয়ে ঢুকে পড়ে মানুষকে আক্রমণ করে বলে খবর পাওয়া গেছে।
শূকরটির কামড়ে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. সিরাজুল ইসলাম (৫৫), অঞ্জনা খাতুন (৩০), বিল্লাল হোসেন (৫০), মোহাসিন আলী (২৫), রিপন আলী (২৫), রেহেনা খাতুন (৩৫), আবদুর রশিদ (৫০)। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শূকুরটি দুই বছর যাবৎ এলাকার মাঠে বসবাস করত। একা থাকতে থাকতে সে হিংস্র হয়ে যায়। পরে লোকালয়ে ঢুকেই কামড়াতে শুরু করে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। আর শূকরটিকে গ্রামবাসী মেরে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা মোছা. জরিনা খাতুন বলেন, ‘শূকুরটি প্রায় দুই বছর আগে দলছুট হয়ে যায়। এরপর থেকে সে মাঠে একাই থাকত। বিভিন্ন সময় বিভিন্ন ফসল খেত। মাঠে এখন খাওয়ার মতো তেমন কোনো ফসল নেই। তাই সে গ্রামে ঢুকে পড়েছে। প্রথমে আমাদের পরিবারের দুজনকে আক্রমণ করে।
‘শুনেছি, আমাদের পাড়া থেকে গিয়ে অন্য পাড়াতেও কয়েকজনকে আক্রমণ করে। পরে লোকজন হিংস্র প্রাণীটিকে মারতে গেলে তাঁরাও আক্রমণের শিকার হয়। তবে গ্রামবাসী শূকরটিকে মেরে ফেলেছে। এখন অনেকেই কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে।’
আহত সিরাজুল ইসলাম বলেন, ‘মাঠ থেকে হঠাৎ বাড়ির মধ্যে এসে বন্য শূকুরটি বাড়ির মহিলাদের আক্রমণ করে। তাদের বাঁচাতে শূকরটিকে তাড়া দিলে আমাদের আক্রমণ করে। এতে আমরা গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় শূকরটিকে মেরে ফেলা হয়েছে।’
কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ বলেন, ‘বন্য শূকরের আক্রমণে পাশের গ্রামের বেশ কিছু লোকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর হিংস্র প্রাণীটিকে গ্রামবাসী মেরে ফেলেছে।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিডি দাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন সাপ্লাই না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রেফার্ড করা হয়েছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে