কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে বিলের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিদ্যাধরপুর ভাটামতলা এলাকায় বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং একই গ্রামের অমেদুল ইসলাম পেরেক আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিদ্যাধরপুর গ্রামের তালতলা বিলের জমি দখল করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও পেরেক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। তাঁদের মধ্যে আটজন ভর্তি আছেন।
আহতদের মধ্যে চেয়ারম্যান পক্ষের হলেন তাঁর ভাই খায়রুল ইসলাম (৩৫), ইয়ারুল ইসলাম (৩৩), তরিকুল ইসলাম (৩০) সাদ্দাম হোসেন (২৮) নজরুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন (৭০) ও ভাইয়ের স্ত্রী সাগরিকা খাতুন (২৬)।
অন্যদিকে অমেদুল ইসলাম পেরেক পক্ষের রয়েছেন—সুন্নত মন্ডল (৬৫), শিক্ষক আব্দুর রাজ্জাক (৫০), মফিজুর রহমান (৪৮), আমিনুর রহমান (২৮) ও আসাদুল ইসলাম (৫০)।
এদের মধ্যে শিক্ষক আব্দুর রাজ্জাককে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই ঘটনায় আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন।
বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর ভাই খায়রুল ইসলাম বলেন, ‘বিলের জমি নিয়ে পেরেকের সঙ্গে গোলযোগ চলছিল। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে পেরেক পাড়ায় গিয়ে হুমকি দেন। ওই দিন সন্ধ্যায় বলুহর বাটামতলায় যায়। এরপর তারা আমাদের ওপর হামলা করে। এতে করে আমার তিন ভাই, মা ও ভাইয়ের বউসহ ছয়জন আহত হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই সময় তাঁরা আমার ভাই ও আমার কাছে থাকে টাকা ছিনিয়ে নেন।’
অমেদুল ইসলাম পেরেক বলেন, ‘আমার বাবা দাখিলা মূলে ওই জমিতে চাষবাদ করে আসছেন। নজু চেয়ারম্যান গায়ের জোরে পুকুর করে দখল করে রেখেছিল। ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল। সেই মামলার দুটি রায়ও আমি পেয়েছি।’
তিনি বলেন, ‘চেয়ারম্যান ক্ষমতা দেখিয়ে গ্রামের অনেককে মারধর করেছেন। এতে আমাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এবার আর তাঁকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে।’
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন বলেন, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। আরেকটি মামলার প্রস্তুতি চলছে। ওই মামলার বাদী মর্জিনা খাতুন।
তিনি বলেন, মূলত বিলের খাসজমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা। বিষয়টি নিয়ে আর কোনো সহিংসতার আশঙ্কাও নেই বলে জানিয়েছেন তিনি।
কোটচাঁদপুরে বিলের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিদ্যাধরপুর ভাটামতলা এলাকায় বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং একই গ্রামের অমেদুল ইসলাম পেরেক আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিদ্যাধরপুর গ্রামের তালতলা বিলের জমি দখল করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও পেরেক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। তাঁদের মধ্যে আটজন ভর্তি আছেন।
আহতদের মধ্যে চেয়ারম্যান পক্ষের হলেন তাঁর ভাই খায়রুল ইসলাম (৩৫), ইয়ারুল ইসলাম (৩৩), তরিকুল ইসলাম (৩০) সাদ্দাম হোসেন (২৮) নজরুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন (৭০) ও ভাইয়ের স্ত্রী সাগরিকা খাতুন (২৬)।
অন্যদিকে অমেদুল ইসলাম পেরেক পক্ষের রয়েছেন—সুন্নত মন্ডল (৬৫), শিক্ষক আব্দুর রাজ্জাক (৫০), মফিজুর রহমান (৪৮), আমিনুর রহমান (২৮) ও আসাদুল ইসলাম (৫০)।
এদের মধ্যে শিক্ষক আব্দুর রাজ্জাককে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই ঘটনায় আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন।
বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর ভাই খায়রুল ইসলাম বলেন, ‘বিলের জমি নিয়ে পেরেকের সঙ্গে গোলযোগ চলছিল। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে পেরেক পাড়ায় গিয়ে হুমকি দেন। ওই দিন সন্ধ্যায় বলুহর বাটামতলায় যায়। এরপর তারা আমাদের ওপর হামলা করে। এতে করে আমার তিন ভাই, মা ও ভাইয়ের বউসহ ছয়জন আহত হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই সময় তাঁরা আমার ভাই ও আমার কাছে থাকে টাকা ছিনিয়ে নেন।’
অমেদুল ইসলাম পেরেক বলেন, ‘আমার বাবা দাখিলা মূলে ওই জমিতে চাষবাদ করে আসছেন। নজু চেয়ারম্যান গায়ের জোরে পুকুর করে দখল করে রেখেছিল। ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল। সেই মামলার দুটি রায়ও আমি পেয়েছি।’
তিনি বলেন, ‘চেয়ারম্যান ক্ষমতা দেখিয়ে গ্রামের অনেককে মারধর করেছেন। এতে আমাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এবার আর তাঁকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে।’
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন বলেন, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। আরেকটি মামলার প্রস্তুতি চলছে। ওই মামলার বাদী মর্জিনা খাতুন।
তিনি বলেন, মূলত বিলের খাসজমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা। বিষয়টি নিয়ে আর কোনো সহিংসতার আশঙ্কাও নেই বলে জানিয়েছেন তিনি।
দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
১৮ মিনিট আগেনোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
৪৪ মিনিট আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৯ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৯ ঘণ্টা আগে