খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টেক্সটাইল তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১) ‘আত্মহত্যা’ পেছনে আর্থিক সংকট নয়, রয়েছে অন্য কোনো কারণে। এটিই মনে করছেন তাঁর স্বজনেরা। আজ বুধবার কুয়েট শিক্ষার্থী অন্তুর পরিবারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
গত সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু রায়। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। বাবা রাজ মিস্ত্রী, মা গীতা রানী রায় দিন মজুর। দুই ভাই-বোনের মধ্যে অন্তু বড়। তিনি কুয়েটে ড. এম এ রশিদ হলের আবাসিক ছাত্র ছিলেন।
জানা যায়, হলে ৬ হাজার ৬৫৫ টাকা বকেয়া ছিল তাঁর। এ ছাড়া সেমিস্টারে ভর্তি বাবদ ২৮শ টাকা প্রয়োজন হয়। সেমিস্টারে ভর্তির টাকা দেওয়া হয়। বাকি টাকা সংগ্রহে পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এর মধ্যেই সোমবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত অন্তু রায়ের বাবা দেবব্রত বলেন, ‘ছেলে টাকা চেয়েছিল ভর্তির জন্য ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল।’ টাকার জন্য তার ছেলে আত্মহত্যা করেননি বলে মনে করেন তাঁর বাবা।
নিহত অন্তুর মা গীতা রাণী রায় বলেন, ‘ছেলের টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। টাকা না পেয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে বলে আমি মনে করিনা।’ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন গীতা রাণীও।
অন্তু রায়ের পিসতুতো ভাই সজল কুমার অধিকারী বলেন, ‘গত কয়েক দিন ধরে অন্তুর মান খারাপ ছিল। কী কারণে মন খারাপ তা বলতে চেয়েছিল কিন্তু বলেনি।’
এদিকে অন্তু রায়ের মৃত্যুর ঘটনা টাকার জন্য নয় বলে মনে করেন কুয়েট ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ইসমাঈল সাইফুল্লাহ। ছাত্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘টাকা খুব বেশি না। তা ছাড়া এখনই টাকা দেওয়া লাগবে না। পরে দিলেও হবে। কারও সামর্থ্য না থাকলে আবেদন করলে তা মওকুফের সুযোগ রয়েছে। এ ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টেক্সটাইল তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১) ‘আত্মহত্যা’ পেছনে আর্থিক সংকট নয়, রয়েছে অন্য কোনো কারণে। এটিই মনে করছেন তাঁর স্বজনেরা। আজ বুধবার কুয়েট শিক্ষার্থী অন্তুর পরিবারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
গত সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু রায়। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। বাবা রাজ মিস্ত্রী, মা গীতা রানী রায় দিন মজুর। দুই ভাই-বোনের মধ্যে অন্তু বড়। তিনি কুয়েটে ড. এম এ রশিদ হলের আবাসিক ছাত্র ছিলেন।
জানা যায়, হলে ৬ হাজার ৬৫৫ টাকা বকেয়া ছিল তাঁর। এ ছাড়া সেমিস্টারে ভর্তি বাবদ ২৮শ টাকা প্রয়োজন হয়। সেমিস্টারে ভর্তির টাকা দেওয়া হয়। বাকি টাকা সংগ্রহে পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এর মধ্যেই সোমবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত অন্তু রায়ের বাবা দেবব্রত বলেন, ‘ছেলে টাকা চেয়েছিল ভর্তির জন্য ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল।’ টাকার জন্য তার ছেলে আত্মহত্যা করেননি বলে মনে করেন তাঁর বাবা।
নিহত অন্তুর মা গীতা রাণী রায় বলেন, ‘ছেলের টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। টাকা না পেয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে বলে আমি মনে করিনা।’ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন গীতা রাণীও।
অন্তু রায়ের পিসতুতো ভাই সজল কুমার অধিকারী বলেন, ‘গত কয়েক দিন ধরে অন্তুর মান খারাপ ছিল। কী কারণে মন খারাপ তা বলতে চেয়েছিল কিন্তু বলেনি।’
এদিকে অন্তু রায়ের মৃত্যুর ঘটনা টাকার জন্য নয় বলে মনে করেন কুয়েট ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ইসমাঈল সাইফুল্লাহ। ছাত্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘টাকা খুব বেশি না। তা ছাড়া এখনই টাকা দেওয়া লাগবে না। পরে দিলেও হবে। কারও সামর্থ্য না থাকলে আবেদন করলে তা মওকুফের সুযোগ রয়েছে। এ ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।’
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৯ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে