Ajker Patrika

ইবির পরিবহনব্যবস্থা সংস্কারের দাবি

ইবি প্রতিনিধি 
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে। আজ বুধবার দুপুরে ইবি শাখা ছাত্র ইউনিয়ন প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানায়।

এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাঁদের ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভাড়ায় চালিত বাস আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে, শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিক।’

এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইবি প্রশাসনকে সংস্কারমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের ইবি শাখার সহসমন্বয়ক তানভীর মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তাব্যক্তিদের কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার জন্য নিয়ে আসা হয়নি, বিভিন্ন প্রোগ্রামে গানবাজনা করানোর জন্য বসানো হয়নি। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে প্রকৃত সংস্কারমূলক কার্যক্রমের দিকে নজর দেন। না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’

তানভীর অভিযোগ করেন, ছয় মাস পার হলেও বর্তমান প্রশাসন কার্যকর সংস্কারমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে যাওয়ার দুর্ঘটনা প্রশাসনের সঠিক তদারকি না থাকার ফল বলে দাবি করেন তিনি।

উল্লেখ, মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায় ইবি শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত একটি বাস। ক্যাম্পাসের পাশে বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীবাহী সব বাসের ফিটনেস ত্রুটিযুক্ত এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত