কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নাজমুল শেখ (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বাঁশআড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রদীপ সরকার।
নিহত নাজমুল শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছোন্দুয়া গ্রামের সাকিম শেখের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে হতাহতরা সবাই পেশায় রাজমিস্ত্রি। তাঁরা একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে কাজের উদ্দেশ্যে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার সকালে প্রচণ্ড কুয়াশার মধ্যে পড়ায় সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। এর মধ্যে কুমারখালী উপজেলার ছোন্দুয়া গ্রামের পাঁচজন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বাঁশআড়া নামক স্থানে এলে একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে হঠাৎ করেই তাঁদের সামনে চলে আসে। কুয়াশার কারণে ট্রাকটিকে আগে দেখতে না পেয়ে তড়িঘড়ি করে সাইড দিতে গিয়ে এ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানের যাত্রী নাজমুল ছিটকে সড়কের ওপর পড়লে তাঁর মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আরও তিন যাত্রী আহত হন। পরে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।’
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নাজমুল শেখ (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বাঁশআড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রদীপ সরকার।
নিহত নাজমুল শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছোন্দুয়া গ্রামের সাকিম শেখের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে হতাহতরা সবাই পেশায় রাজমিস্ত্রি। তাঁরা একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে কাজের উদ্দেশ্যে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার সকালে প্রচণ্ড কুয়াশার মধ্যে পড়ায় সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। এর মধ্যে কুমারখালী উপজেলার ছোন্দুয়া গ্রামের পাঁচজন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বাঁশআড়া নামক স্থানে এলে একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে হঠাৎ করেই তাঁদের সামনে চলে আসে। কুয়াশার কারণে ট্রাকটিকে আগে দেখতে না পেয়ে তড়িঘড়ি করে সাইড দিতে গিয়ে এ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানের যাত্রী নাজমুল ছিটকে সড়কের ওপর পড়লে তাঁর মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আরও তিন যাত্রী আহত হন। পরে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।’
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
৪ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
৪ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
৫ ঘণ্টা আগে