দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
শীতের ভোরে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। বেলা হতেই কুয়াশা নামতে শুরু করে। সূর্যের আলো কুয়াশায় ভেজা হলদে সরিষাখেতে পড়তেই ঝলমল করে দিগন্তজোড়া মাঠ। মনে হয় সোনার চাদর বিছিয়ে রেখেছে কেউ। এমন অসাধারণ দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে সাতক্ষীরার দেবহাটায়।
উপজেলার প্রায় প্রতিটি মাঠে এখন সরিষা ফুলের হলুদ রঙের চোখধাঁধানো সমারোহ। অনেকে সরিষাখেতের মনোরোম দৃশ্য দেখতে আসছেন দূর-দূরান্ত থেকে। কেউ প্রকৃতিকে বরণ করছেন আপন মনে। কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ বছর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন এলাকার কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ২১ হাজার ৭৬৭ দশমিক ২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৯৫০ মেট্রিকটন উৎপাদন এবং হেক্টরপ্রতি ১ দশমিক ৩৩ মেট্রিকটন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরার সাতটি উপজেলার মধ্যে দেবহাটায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষক, যা থেকে উৎপাদন ১ হাজার ৯৯৫ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরিষাচাষি রজব আলী বলেন, ‘বিগত বছরের তুলনায় ফলন বেশি হওয়ার আশা করছি। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে লাভের আশা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘গত বছর ১ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। সেখানে এ বছর ১ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষক ভালো ফলন পাওয়ায় এ বছর চাষের পরিমাণ বেড়েছে। ফলন ভালো হলে কৃষক লাভবান হবেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত আছে।’
শীতের ভোরে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। বেলা হতেই কুয়াশা নামতে শুরু করে। সূর্যের আলো কুয়াশায় ভেজা হলদে সরিষাখেতে পড়তেই ঝলমল করে দিগন্তজোড়া মাঠ। মনে হয় সোনার চাদর বিছিয়ে রেখেছে কেউ। এমন অসাধারণ দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে সাতক্ষীরার দেবহাটায়।
উপজেলার প্রায় প্রতিটি মাঠে এখন সরিষা ফুলের হলুদ রঙের চোখধাঁধানো সমারোহ। অনেকে সরিষাখেতের মনোরোম দৃশ্য দেখতে আসছেন দূর-দূরান্ত থেকে। কেউ প্রকৃতিকে বরণ করছেন আপন মনে। কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ বছর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন এলাকার কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ২১ হাজার ৭৬৭ দশমিক ২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৯৫০ মেট্রিকটন উৎপাদন এবং হেক্টরপ্রতি ১ দশমিক ৩৩ মেট্রিকটন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরার সাতটি উপজেলার মধ্যে দেবহাটায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষক, যা থেকে উৎপাদন ১ হাজার ৯৯৫ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরিষাচাষি রজব আলী বলেন, ‘বিগত বছরের তুলনায় ফলন বেশি হওয়ার আশা করছি। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে লাভের আশা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘গত বছর ১ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। সেখানে এ বছর ১ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষক ভালো ফলন পাওয়ায় এ বছর চাষের পরিমাণ বেড়েছে। ফলন ভালো হলে কৃষক লাভবান হবেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত আছে।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে