Ajker Patrika

দৌলতপুরে এক ভ্যানচালকের ঘুষিতে আরেক ভ্যানচালকের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২২: ১৯
দৌলতপুরে এক ভ্যানচালকের ঘুষিতে আরেক ভ্যানচালকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে এক ভ্যানচালকের ঘুষিতে আরেক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার আল্লার দর্গাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বারু সর্দার (৬০)। অভিযুক্ত ব্যক্তির নাম রজব আলী (২৮)। রজবকে আটক করেছে পুলিশ। 

বারু সর্দার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকার মৃত বিদু সর্দারের ছেলে। রজব আলী একই উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি এলাকার বদরউদ্দিনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন বারু সর্দার। পেছন থেকে রজব আলী তাঁর ভ্যান দিয়ে ধাক্কা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রজব বারুকে ঘুষি দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। এ সময় স্থানীয় লোকজন রজবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত