যশোর প্রতিনিধি
যশোরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তীব্র শীতের কারণে বেশি বিপদে কর্মজীবী দরিদ্র শ্রেণির মানুষ। তাঁদের অনেকে ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন। পর্যাপ্ত কাপড় ও কম্বলের অভাবে শীতে জবুথবু হয়ে কষ্ট করছেন তাঁরা।
যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস।
এক সপ্তাহে জেলায় প্রচণ্ড শীতে জনজীবনে একধরনের বিপর্যয় নেমে এসেছে। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় বা কম্বলের অভাবে তাঁরা কষ্ট পাচ্ছেন।
সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। জনপ্রতিনিধিরা পাশে নেই বলে অভিযোগ তাঁদের। সরকারি বরাদ্দের কম্বল বিতরণ করেই দায় সারছেন অনেকে।
নুরনবী নামের এক জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার কম্বল দেয় শুনেছি, সেসব আমরা পাই না, যা দেয় সব স্থানীয় জনপ্রতিনিধিদের লোকেরা পায়।’
ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, সরকারিভাবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, ‘কাল বা পরশু শীতবস্ত্র বিতরণ শুরু করব। মানুষের চাহিদা অনেক। সাধ্যমতো বিতরণ করা হবে। জেলেপল্লিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার ৫০০ কম্বল ইতিমধ্যে জেলার আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।’
যশোরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তীব্র শীতের কারণে বেশি বিপদে কর্মজীবী দরিদ্র শ্রেণির মানুষ। তাঁদের অনেকে ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন। পর্যাপ্ত কাপড় ও কম্বলের অভাবে শীতে জবুথবু হয়ে কষ্ট করছেন তাঁরা।
যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস।
এক সপ্তাহে জেলায় প্রচণ্ড শীতে জনজীবনে একধরনের বিপর্যয় নেমে এসেছে। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় বা কম্বলের অভাবে তাঁরা কষ্ট পাচ্ছেন।
সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। জনপ্রতিনিধিরা পাশে নেই বলে অভিযোগ তাঁদের। সরকারি বরাদ্দের কম্বল বিতরণ করেই দায় সারছেন অনেকে।
নুরনবী নামের এক জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার কম্বল দেয় শুনেছি, সেসব আমরা পাই না, যা দেয় সব স্থানীয় জনপ্রতিনিধিদের লোকেরা পায়।’
ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, সরকারিভাবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, ‘কাল বা পরশু শীতবস্ত্র বিতরণ শুরু করব। মানুষের চাহিদা অনেক। সাধ্যমতো বিতরণ করা হবে। জেলেপল্লিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার ৫০০ কম্বল ইতিমধ্যে জেলার আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।’
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
৭ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
১৪ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
১৭ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৩৩ মিনিট আগে