পরিবর্তন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও ভবনের নাম

খুবি প্রতিনিধি 
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৯
Thumbnail image
খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয়টি গুরুত্বপূর্ণ ভবনের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল, জিমনেশিয়াম ও নতুন-পুরাতন প্রশাসনিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম প্রস্তাবনার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম, শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবন নাম পরিবর্তন করে নতুন নাম প্রস্তাবনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যে খুবির হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে খুবির রাজনৈতিক পক্ষপাত সংবলিত হল ও ভবনগুলোর নতুন নামের পরিবর্তে নতুন নাম প্রস্তাবের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে। ১৭ ডিসেম্বরের মধ্যে নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী ইশরাক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় একটি ছাত্ররাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়। তাই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু আমাদের ক্যাম্পাসে আমরা দেখতে চাই না। লেজুড়বৃত্তিক রাজনীতির স্থান খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, গত ১৬ বছর ধরে দেশের রাজনীতিতে ফ্যাসিবাদী ধারা প্রভাব বিস্তার করেছিল এবং এর ছায়া বিশ্ববিদ্যালয়েও পড়েছিল। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নামকরণ করা হয়েছিল একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের নামে। সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নামের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দ্রুত এই নামগুলো পর্যালোচনা করে ভবনগুলোর নতুন নামকরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত