কাঁঠালের কম ফলনে খুশি চাষি

প্রতিনিধি, চৌগাছা (যশোর)
Thumbnail image

যশোরের চৌগাছায় এবার কাঁঠালের ফলন কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভালো দাম পেয়েছেন চাষিরা।

উপজেলা উপ–সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম (এসএএও) বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভায় বাণিজ্যিকভাবে ২০ হেক্টর জমিতে কাঁঠাল গাছ আছে। ২০২০ সালের ২০ মে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় আম্পানের কারণে চলতি বছর উপজেলায় কাঁঠালের ফলন একটু কম। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় কৃষকেরা খুশি।

চৌগাছা বাজারে কাঁঠাল কিনতে আসা পাইকারি ব্যবসায়ী খুলনার মহিউদ্দিন আহমেদ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালের ফলন কম। চাহিদার তুলনায় কম কাঁঠাল উৎপাদন হওয়ায় দাম বেশি।

মির্জাপুর গ্রামের আব্দুল হামিদ বলেন, আমার ১২৫টি কাঁঠাল গাছ আছে। এতে মাঝারি মানের প্রায় ৫৮৭টি কাঁঠাল ধরেছে। কাঠাল প্রতি ৪৫ টাকা করে বিক্রি করেছি। যা অন্য বছর ২৫ / ৩০ টাকা দরে বিক্রি করতাম। চাহিদা বেশি থাকায় এবার দাম বেশি। এবারের দামে আমরা খুশি।

চৌগাছা পৌরসভার বাকপাড়া গ্রামের নার্গিস বেগম বলেন, আমার একটি কাঁঠাল গাছ থেকে ১০টি কাঠাল বিক্রি করেছি ৮৫০ টাকায়। অন্যান্য বছর ৪শ থেকে সাড়ে ৪শ টাকায় বিক্রি হতো।

উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় কাঁঠালের দাম বেশি। চাষিরাও খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত