তালায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২৮
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩০

ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। এই মেলার সঙ্গে মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারা দেশে বইমেলা অতটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা। এরই মধ্যে বইমেলার স্টল সাজানো ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলা হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা দর্শনার্থী, পাঠক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে। 

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা ও ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’ এমন আয়োজন করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতিমধ্যে সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিন দিনব্যাপী বইমেলায় ২০টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নেবে। এ সময় তিনি সব পাঠক, প্রকাশনী ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত