আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পর বাড়িতে গাছচাপায় যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ২১: ২৭
Thumbnail image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে এক যুবক মারা গেছেন। গতকাল রোববার রাতে উপজেলার সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাওঘরা গরিয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম লালচাঁদ মোড়ল (৩৬)। তিনি গরিয়ারডাঙ্গা গ্রামের গহর মোড়লের ছেলে। কৃষিকাজ করতেন তিনি। 

সুরখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস কে জাকির হোসেন বলেন, ঝড়ের রাতে নিজের ঘরে শুয়ে ছিলেন লালচাঁদ। ঘরের পাশে একটা বড় জামগাছ ছিল। ঘরের অবস্থা খুব বেশি ভালো ছিল না। ঝড়ে জামগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। আজ সকালে লোকজন গিয়ে গাছ কেটে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন লালচাঁদ মোড়ল। পরে রাতেই তিনি বাড়ি ফিরে যান। বাড়ি গেলে গাছচাপা পড়ে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত