শজনে চুরি দেখে ফেলায় ব্যবসায়ী আমিনুরকে খুন: পুলিশ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ২০: ৩৪
আপডেট : ২১ মার্চ ২০২৪, ২১: ১৪

শজনে চুরি দেখে ফেলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামে মাছের ঘের ব্যবসায়ী আমিনুর শেখ হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় সাঈদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি ফরিদুল ইসলাম, শাহীন মোড়ল ওরফে নান্টু, ফারুক শেখ, নয়ন শেখ ও মুনসুর মোড়লসহ অজ্ঞাত কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, ১৫ মার্চ রাতে আমিনুর তাঁর মাছের ঘের পাহারা দিতে যান। ঘেরের আইলের শজনে চুরি করতে দেখে আমিনুর শজনে চোরদের তাড়া দেন। এ সময় নয়ন শেখ মাফলার দিয়ে আমিনুরের মুখ-চোখ বেঁধে ফেলেন। এরপর ফরিদ ও শাহিন হাত-পা ধরে ভদ্রা নদীর পাশে নিয়ে যান। সেখানে নিয়ে ফরিদ লোহার পাইপ দিয়ে আমিনুরের মাথায় আঘাত করেন। 

অন্যরা তাঁকে কিলঘুষি মারতে থাকেন। আমিনুরের মৃত্যু নিশ্চিত হলে তাঁরা মরদেহ ধরাধরি করে একটি পরিত্যক্ত বাগানের মধ্যে নিয়ে যান। 

এদিকে আমিনুর নিখোঁজের ঘটনায় ১৭ মার্চ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ভদ্রা নদীর পাড়ে ঘেরের বেড়ার ভেতর থেকে রক্ত মাখা একটি শার্ট উদ্ধার করা হয়। ওই শার্টের সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে লাশ উদ্ধার করা হয়। 

পরে বিভিন্ন সময় আসামিদের গ্রেপ্তার করার পর তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক শেখ বাদী হয়ে গতকাল বুধবার বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত