‘ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে’ ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫৪
Thumbnail image

যশোরে ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বটতলা মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আকাশ শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহত আকাশের স্বজনেরা বলেন, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাঁকে হত্যার হুমকিও দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে ফোনে ডেকে নিয়ে যান একই এলাকার সাব্বির ও তানভির। এরপর তাঁদের সহযোগীরা বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান। স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তাঁকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের আটক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত