খুলনা প্রতিনিধি
ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৪ সংসদে পাশ করা হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। এ আইন যাতে বাস্তবায়ন না করা হয় সে জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শুক্রবার জুম্মায় প্রতিটি মসজিদে অভিন্ন খুতবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া এ আইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুকে প্রতিরোধে করার ঘোষণা দিয়ে ইমাম পরিষদের নেতারা বলেছেন, ‘যেখানেই ইনু সেখানেই প্রতিরোধ।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা ইমাম পরিষদের সহকারী সেক্রেটারি মুফতি জিহাদুল ইসলাম এ কথা বলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ট্রান্সজেন্ডার মতবাদ একটি জঘন্য, ঘৃণ্য ও মানবতা বিরোধী বিধ্বংসী মতবাদ। এ মতবাদ ইসলাম ধর্ম গ্রহণ করে না। এ ছাড়া পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার শিক্ষাসহ সব ধরনের অনৈতিক, অনৈসলামিক নাস্তিকতা শিক্ষা বাদ দেওয়া এবং শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হাসানুল হক ইনুর ভূমিকা এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। এহেন কর্মকাণ্ডে তিনি নির্বাচনে হেরে গিয়েছেন।
সম্মেলনে জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোস্তক, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৪ সংসদে পাশ করা হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। এ আইন যাতে বাস্তবায়ন না করা হয় সে জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শুক্রবার জুম্মায় প্রতিটি মসজিদে অভিন্ন খুতবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া এ আইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুকে প্রতিরোধে করার ঘোষণা দিয়ে ইমাম পরিষদের নেতারা বলেছেন, ‘যেখানেই ইনু সেখানেই প্রতিরোধ।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা ইমাম পরিষদের সহকারী সেক্রেটারি মুফতি জিহাদুল ইসলাম এ কথা বলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ট্রান্সজেন্ডার মতবাদ একটি জঘন্য, ঘৃণ্য ও মানবতা বিরোধী বিধ্বংসী মতবাদ। এ মতবাদ ইসলাম ধর্ম গ্রহণ করে না। এ ছাড়া পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার শিক্ষাসহ সব ধরনের অনৈতিক, অনৈসলামিক নাস্তিকতা শিক্ষা বাদ দেওয়া এবং শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হাসানুল হক ইনুর ভূমিকা এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। এহেন কর্মকাণ্ডে তিনি নির্বাচনে হেরে গিয়েছেন।
সম্মেলনে জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোস্তক, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
‘আমার ছেলে কী অপরাধ করেছিল? আমার ছেলেসহ বহু ছাত্রকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আমার ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না? হত্যাকারীদের ফাঁসি দেখলে মরেও শান্তি পাব।’ আজ সোমবার কথাগুলো বলছিলেন ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিহত জিহাদের (২৫) বাবা নুরুল আমিন মোল্লা।
৯ ঘণ্টা আগেরাজশাহীর বাঘায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
৯ ঘণ্টা আগেবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ দেখে অসুস্থ হয়ে প্রতিবেশী এক নারী মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম স্বপ্না রানী সরকার (৪০)। তিনি ওই গ্রামের কৃষক সঞ্জিত সরকারের স্ত্রী। তাঁর অনামিকা সরকা
১০ ঘণ্টা আগেপুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্রসৈকতে ছিল প্রায় সুনসান নীরবতা। হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্টগুলো কক্ষভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটকনির্ভর রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদুল ফিতরের ছুটিতে। আজ সোমবার দুপুর থেকে স্থানীয় পর্যটকেরা সৈকতমুখী হয়েছেন।
১০ ঘণ্টা আগে