প্রতিনিধি
গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার তিরাইল কুঠিপাড়ায় তারা এ মানববন্ধন করেন। মহামারি করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।
মানববন্ধনে ইমাম আবুল কালাম আজাদ বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে খেলতে কিশোরদের মেধার বিকাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেমে তারা এতই আসক্ত হয়ে পড়েছে যে, তাদের এই খেলা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই গেম বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শফিক হোসেন বলেন, করোনা থেকে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেম। এই খেলা শিক্ষার্থীদের মেধা অকেজো করে ফেলছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস করার নামে বাবা-মার কাছ থেকে জোর করে মোবাইল আদায় করে ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলেছেন শিক্ষার্থীরা। আর মোবাইল না দিলেই ঘটছে অঘটন। আবার কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধ না করলে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে।
এ বিষয়ে শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, অনেক স্কুলগামী শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। এর জন্য ফ্রি ফায়ার ও পাবজি গেম অনেকটাই দায়ী। এই গেম বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার আহ্বান করছি। লেখাপড়ার চাপ তাদের এ খেলা থেকে ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভিভাবকেরা।
গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার তিরাইল কুঠিপাড়ায় তারা এ মানববন্ধন করেন। মহামারি করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।
মানববন্ধনে ইমাম আবুল কালাম আজাদ বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে খেলতে কিশোরদের মেধার বিকাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেমে তারা এতই আসক্ত হয়ে পড়েছে যে, তাদের এই খেলা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই গেম বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শফিক হোসেন বলেন, করোনা থেকে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেম। এই খেলা শিক্ষার্থীদের মেধা অকেজো করে ফেলছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস করার নামে বাবা-মার কাছ থেকে জোর করে মোবাইল আদায় করে ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলেছেন শিক্ষার্থীরা। আর মোবাইল না দিলেই ঘটছে অঘটন। আবার কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধ না করলে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে।
এ বিষয়ে শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, অনেক স্কুলগামী শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। এর জন্য ফ্রি ফায়ার ও পাবজি গেম অনেকটাই দায়ী। এই গেম বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার আহ্বান করছি। লেখাপড়ার চাপ তাদের এ খেলা থেকে ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভিভাবকেরা।
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
১৩ মিনিট আগেরিফাত আহমেদ বলেন, অভিযানে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়ি ও ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জব্দ অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি অর্থায়নের খেয়ার ঘাট নিজ বাড়িতে নির্মাণের অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিলও করেন।
৪০ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক বিএনপি নেতাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হল
১ ঘণ্টা আগে