প্রতিনিধি
গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার তিরাইল কুঠিপাড়ায় তারা এ মানববন্ধন করেন। মহামারি করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।
মানববন্ধনে ইমাম আবুল কালাম আজাদ বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে খেলতে কিশোরদের মেধার বিকাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেমে তারা এতই আসক্ত হয়ে পড়েছে যে, তাদের এই খেলা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই গেম বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শফিক হোসেন বলেন, করোনা থেকে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেম। এই খেলা শিক্ষার্থীদের মেধা অকেজো করে ফেলছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস করার নামে বাবা-মার কাছ থেকে জোর করে মোবাইল আদায় করে ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলেছেন শিক্ষার্থীরা। আর মোবাইল না দিলেই ঘটছে অঘটন। আবার কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধ না করলে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে।
এ বিষয়ে শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, অনেক স্কুলগামী শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। এর জন্য ফ্রি ফায়ার ও পাবজি গেম অনেকটাই দায়ী। এই গেম বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার আহ্বান করছি। লেখাপড়ার চাপ তাদের এ খেলা থেকে ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভিভাবকেরা।
গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার তিরাইল কুঠিপাড়ায় তারা এ মানববন্ধন করেন। মহামারি করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।
মানববন্ধনে ইমাম আবুল কালাম আজাদ বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে খেলতে কিশোরদের মেধার বিকাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেমে তারা এতই আসক্ত হয়ে পড়েছে যে, তাদের এই খেলা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই গেম বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শফিক হোসেন বলেন, করোনা থেকে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেম। এই খেলা শিক্ষার্থীদের মেধা অকেজো করে ফেলছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস করার নামে বাবা-মার কাছ থেকে জোর করে মোবাইল আদায় করে ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলেছেন শিক্ষার্থীরা। আর মোবাইল না দিলেই ঘটছে অঘটন। আবার কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধ না করলে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে।
এ বিষয়ে শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, অনেক স্কুলগামী শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। এর জন্য ফ্রি ফায়ার ও পাবজি গেম অনেকটাই দায়ী। এই গেম বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার আহ্বান করছি। লেখাপড়ার চাপ তাদের এ খেলা থেকে ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভিভাবকেরা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে