মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আজ রোববার। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচজন ভোটার। এক ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা, তবু তাঁদের ক্লান্তি নেই, চোখে-মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোটকেন্দ্রে আসতে পেরে বেজায় খুশি তাঁরা। এর আগে কোনো ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি ওই পাঁচ ভোটার।
ওই ব্যক্তিরা হলেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)।
কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৪ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। এতে ঈদের আনন্দ লাগছে।
একই গ্রামের বাসিন্দা আবু সাইদ বলেন, `১৪ বছর ধরে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে ভোটের দিন ঘর থেকে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে।'
ওই গ্রামের নূর ইসলাম বলেন, `এর আগে ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ ভোটের মাঠে আইছি। এক ঘণ্টা লাইনে দাঁড়াই আছি। ভোট দিতে আসতি পাইরে ভালো লাগতিছে।'
মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, `১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এর আগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল—এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি।'
টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহু বছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি।
আজ রোববার। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচজন ভোটার। এক ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা, তবু তাঁদের ক্লান্তি নেই, চোখে-মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোটকেন্দ্রে আসতে পেরে বেজায় খুশি তাঁরা। এর আগে কোনো ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি ওই পাঁচ ভোটার।
ওই ব্যক্তিরা হলেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)।
কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৪ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। এতে ঈদের আনন্দ লাগছে।
একই গ্রামের বাসিন্দা আবু সাইদ বলেন, `১৪ বছর ধরে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে ভোটের দিন ঘর থেকে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে।'
ওই গ্রামের নূর ইসলাম বলেন, `এর আগে ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ ভোটের মাঠে আইছি। এক ঘণ্টা লাইনে দাঁড়াই আছি। ভোট দিতে আসতি পাইরে ভালো লাগতিছে।'
মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, `১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এর আগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল—এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি।'
টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহু বছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৮ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৯ ঘণ্টা আগে