কুষ্টিয়া-৪: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুর, ইউপি সদস্যের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১: ০৭
Thumbnail image

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

আজ বুধবার সোয়া ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আটককৃত নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য শরিফুল ইসলামকে (৩৫) নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ (১১) এর (গ) ধারায় এক দিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এ ছাড়াও ডজন খানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মঞ্চে ছিলেন। সে সময় নৌকা প্রার্থীর সমর্থকেরা আ. লীগ নেতা জাহিদ হোসেন জাফরের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে উপস্থিত জনতা শরিফুল ইসলামকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান বলেন, ‘সভা চলাকালীন সময়ে নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে তাঁদের গাড়ি ভাঙচুর করেছে।’ তাঁর দাবি, নির্বাচনকে বানচাল করতে ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করতে প্রতিপক্ষ এমন হামলা চালিয়েছে। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে যে ঘটনা তা নিয়ে আমি আগেই আশঙ্কা প্রকাশ করেছি।’ 

বর্তমান এমপি ও নৌকা প্রার্থী সেলিম আলতাফ জর্জ আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান আব্দুর রউফ। তাই জনগণ স্বতন্ত্র প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে।’ 

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাহবুবুল হক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সভা চলাকালীন কিছু অসাধু ব্যক্তি হামলা চালিয়েছিল। হামলায় দুইটি মাইক্রো বাসের গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় একজনকে একদিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত