কোটচাঁদপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে সেনা ক্যাম্পে লিখিত আবেদন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
Thumbnail image

ঝিনাইদহের কোটচাঁদপুর সুইপারপাড়ায় অবাধে মাদক বিক্রি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে আজ শুক্রবার মহেশপুর সেনা ক্যাম্পসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটচাঁদপুর সুইপারপাড়ার কিছু লোক গাঁজা ও চোলাই মদ বিক্রি করে আসছিলেন। বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে আর নিজস্ব পদ্ধতিতে চোলাই মদ তৈরি করে বাধাহীনভাবে নিয়মিত বিক্রি করা হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, উঠতি বয়সী যুবক, রিকশা-ভ্যানের চালকসহ অনেকে এসব সেবন করে আসছে।

বিক্রেতারা কোনো রাখঢাক ছাড়াই এসব মাদক বিক্রি করছে। কেউ তাদের বিরুদ্ধে বললে মাদকদ্রব্য দিয়ে ফাঁসানোর ভয় দেখানো হয়। এ কারণে তাদের ভয়ে এলাকার মানুষ দীর্ঘদিন চুপ ছিল। এবার এলাকার মানুষ প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে মহেশপুর সেনা ক্যাম্পে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোটচাঁদপুর থানায়ও এসব বন্ধে আবেদন জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে থানায় অভিযোগ দিয়ে থাকলে খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত