যশোর প্রতিনিধি
যশোরে আরও ২৩ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা এসেছে। শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি সফল করতে এসব টিকা পাঠানো হয়েছে। এদিকে শুরুতে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার্থীসহ অন্য শ্রেণির ব্যাপারেও চলছে কাজ।
যশোরে এক লাখ পাঁচ হাজার ৬৪৯ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে করোনা টিকার আওতায় আনা হবে। আজ প্রথম দিন ১ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার এসব তথ্য নিশ্চিত করেছে যশোরের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে প্রথম ধাপে ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছিল। এ নিয়ে দুই দফায় ৩৯ হাজার ১২০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে জেলাটিতে। তার মধ্যে ১৫ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে নতুন করে ফাইজারের ২৩ হাজার ৪০০ টিকা পাঠানো হয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, পিটিআই কেন্দ্রে ৬টি বুথ স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে লক্ষ্যে ১৩ জন ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন। শিক্ষা বিভাগের পাঠানো তালিকার ভিত্তিতে আপাতত দুটি বুথে টিকা দান কর্মসূচি চলবে। সে হিসাবে অতিরিক্ত একজন করে মোট ৫ জন ভ্যাকসিনেটরকে রাখা হবে কেন্দ্রে। পরে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বুথ সংখ্যা বাড়ানো হবে।
যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম জানিয়েছেন, আপাতত এইচএসসি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি এবং স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো একটি ফরম পূরণ করলেই মিলবে টিকা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম জানান, যারা এ মুহূর্তে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের ক্ষেত্রে শিক্ষা মহাপরিচালকের দপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা বিভাগে তালিকা পাঠানো হচ্ছে। পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ মোবাইলে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টিকার বিষয়ে পরিপূর্ণ তথ্য জানাবে। এরই মধ্যে সে কার্যক্রমও শুরু করা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম আরও জানান, মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্ব স্ব বিদ্যাপীঠের প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন হলে ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীই টিকার আওতায় আসবে। সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের ফরম পর্যায়ক্রমে সব কলেজ এবং পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হবে।
যশোরে আরও ২৩ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা এসেছে। শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি সফল করতে এসব টিকা পাঠানো হয়েছে। এদিকে শুরুতে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার্থীসহ অন্য শ্রেণির ব্যাপারেও চলছে কাজ।
যশোরে এক লাখ পাঁচ হাজার ৬৪৯ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে করোনা টিকার আওতায় আনা হবে। আজ প্রথম দিন ১ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার এসব তথ্য নিশ্চিত করেছে যশোরের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে প্রথম ধাপে ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছিল। এ নিয়ে দুই দফায় ৩৯ হাজার ১২০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে জেলাটিতে। তার মধ্যে ১৫ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে নতুন করে ফাইজারের ২৩ হাজার ৪০০ টিকা পাঠানো হয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, পিটিআই কেন্দ্রে ৬টি বুথ স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে লক্ষ্যে ১৩ জন ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন। শিক্ষা বিভাগের পাঠানো তালিকার ভিত্তিতে আপাতত দুটি বুথে টিকা দান কর্মসূচি চলবে। সে হিসাবে অতিরিক্ত একজন করে মোট ৫ জন ভ্যাকসিনেটরকে রাখা হবে কেন্দ্রে। পরে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বুথ সংখ্যা বাড়ানো হবে।
যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম জানিয়েছেন, আপাতত এইচএসসি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি এবং স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো একটি ফরম পূরণ করলেই মিলবে টিকা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম জানান, যারা এ মুহূর্তে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের ক্ষেত্রে শিক্ষা মহাপরিচালকের দপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা বিভাগে তালিকা পাঠানো হচ্ছে। পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ মোবাইলে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টিকার বিষয়ে পরিপূর্ণ তথ্য জানাবে। এরই মধ্যে সে কার্যক্রমও শুরু করা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম আরও জানান, মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্ব স্ব বিদ্যাপীঠের প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন হলে ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীই টিকার আওতায় আসবে। সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের ফরম পর্যায়ক্রমে সব কলেজ এবং পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হবে।
বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির
১ মিনিট আগেসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে
৪১ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ও রিচার্জের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিনিয়ে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১টার দিকে নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেটের পশ্চিমে এই ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে