পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে তিনটি পরিবারের লোকজনদের ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। বিষয়টি নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন অবরুদ্ধ পরিবারের লোকজন।
জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মো. ইউনুস আলী শেখ (৭০) ও তাঁর ভাইয়েরা বসবাস করেন।
ইউনুস আলী শেখ বলেন, আমরা প্রায় ৬০ বছর আগে ভারত থেকে জমিদার ইন্দ্রো ভূষণের সঙ্গে জমি বিনিময় করে এখানে বসবাস করছি। এখানে জমিদারের কাছারি বাড়ি ছিল। সেখানেই আমরা বসবাস করে আসছি। কিন্তু এখানে যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালী, কওসার ঢালী ও মুজিবর ঢালী নিজেদের জমি দাবি করে কেটে জমির সঙ্গে মিশিয়ে ঘেরা বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছেন। পেছনের অন্যর জমির আইল দিয়ে হাঁটাচলা করলেও তাঁরাও আবার বন্ধ করে দিয়েছেন। ফলে আমাদের ছেলেমেয়েরা হাঁটাচলা করতে পারছেন না।
এ বিষয় মুজিবর রহমান ঢালী বলেন, তাঁরা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে বের হতো। কিন্তু এখন আর বের হতে দেব না। তাঁরা খাস সম্পত্তির ওপর দিয়ে হাঁটাচলা করত। পরে খাস জমির মালিক মতিয়ার রহমান পথটি বন্ধ করে দেয়।
মুজিবর রহমান ঢালী আরও বলেন, ইউনুছ শেখদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শরৎ চন্দ্র মণ্ডল বলেন, আমরা স্থানীয়ভাবে বহুবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু মুজিবুর রহমান ও তাঁর ভাইয়েরা তাঁদের বাড়ির ওপর দিয়ে বের হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অমানবিক। অন্য চেয়ারম্যানরা এটি মীমাংসা করেননি। আমি নতুন চেয়ারম্যান হয়েছি। বিষয়টি নিয়ে বসে মীমাংসা করব।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ বিষয় নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে তিনটি পরিবারের লোকজনদের ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। বিষয়টি নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন অবরুদ্ধ পরিবারের লোকজন।
জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মো. ইউনুস আলী শেখ (৭০) ও তাঁর ভাইয়েরা বসবাস করেন।
ইউনুস আলী শেখ বলেন, আমরা প্রায় ৬০ বছর আগে ভারত থেকে জমিদার ইন্দ্রো ভূষণের সঙ্গে জমি বিনিময় করে এখানে বসবাস করছি। এখানে জমিদারের কাছারি বাড়ি ছিল। সেখানেই আমরা বসবাস করে আসছি। কিন্তু এখানে যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালী, কওসার ঢালী ও মুজিবর ঢালী নিজেদের জমি দাবি করে কেটে জমির সঙ্গে মিশিয়ে ঘেরা বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছেন। পেছনের অন্যর জমির আইল দিয়ে হাঁটাচলা করলেও তাঁরাও আবার বন্ধ করে দিয়েছেন। ফলে আমাদের ছেলেমেয়েরা হাঁটাচলা করতে পারছেন না।
এ বিষয় মুজিবর রহমান ঢালী বলেন, তাঁরা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে বের হতো। কিন্তু এখন আর বের হতে দেব না। তাঁরা খাস সম্পত্তির ওপর দিয়ে হাঁটাচলা করত। পরে খাস জমির মালিক মতিয়ার রহমান পথটি বন্ধ করে দেয়।
মুজিবর রহমান ঢালী আরও বলেন, ইউনুছ শেখদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শরৎ চন্দ্র মণ্ডল বলেন, আমরা স্থানীয়ভাবে বহুবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু মুজিবুর রহমান ও তাঁর ভাইয়েরা তাঁদের বাড়ির ওপর দিয়ে বের হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অমানবিক। অন্য চেয়ারম্যানরা এটি মীমাংসা করেননি। আমি নতুন চেয়ারম্যান হয়েছি। বিষয়টি নিয়ে বসে মীমাংসা করব।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ বিষয় নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সমিতির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীর মেথরপট্টি গলির নিলয় স্বজন ভবনের সামনে এখনো ছোপ ছোপ রক্ত। ইসকন সমর্থকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রক্ত। এই ভবনের সামনেই তাঁকে উপর্যুপরি কুপিয়ে ও ইটে থেঁতলে হত্যা করা হয়। ইসকন সমর্থকেরা আলিফকে যখন মেথরপট্টির গলির পূর্ব দিক থেকে ধাওয়া দেয় তখন তিনি পা পিছল
২৯ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের তিনদিন পর সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার ষোলঘর খাল থেকে লাশটি উদ্ধার হয়।
৩০ মিনিট আগেঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
৩৩ মিনিট আগে