ট্রাক চাপায় নারীর মৃত্যু, স্বামী-সন্তান হাসপাতালে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪০
Thumbnail image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনজিরা খাতুন (৩৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর স্বামী হামিদুল ইসলাম (৪১) ও ছেলে আশরাফুল ইসলাম (৮)।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ব্রিজ মোড় এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। হামিদুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক।

এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাকচালক আক্তারুজ্জামান দর্শনা থানার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে স্বামী, স্ত্রী ও ছেলে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান। সেখান থেকে বেলা ১২টার দিকে ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ট্রাকের চাকার নিচে গৃহবধূ আনজিরা ছিটকে পরে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

গুরুতর আহত হয় স্বামী হামিদুল ও ছেলে আশরাফুল। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গৃহবধূর লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশ সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেওয়ার প্রস্তুতি চলছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত