মনিরামপুর (যশোর) প্রতিনিধি
শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ হালিম। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
দলের কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষোভ থেকে তিনি ভোটের লড়াই থেকে সরে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন লাঙ্গলের এই প্রার্থী। এম এ হালিম অভিযোগ করে বলেন, ‘আমি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে নেমেছিলাম। ভোটের শুরু থেকে দেখছি, আমার দলের কেন্দ্রীয় নেতারা রহস্যজনক ভূমিকা পালন করছেন। দলের কিছু প্রার্থীর নির্বাচনী পোস্টার নিয়েও ইতিমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনয়ন দেওয়ার পর কেন্দ্রের কোনো নেতা আমাদের ভোটের খবর নেননি। তাতে স্থানীয় পর্যায়ে আমাদের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।’
সংবাদ সম্মেলনে এম এ হালিম বলেন, ‘আমরা সাধারণ জনগণের ভোট নিয়ে জিততে চেয়েছিলাম। বড় দুটি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে। এ জন্য আমরা নিশ্চিত হতে পেরেছি, অধিকাংশ ভোটার নির্বাচনে ভোটের মাঠে আসবেন না। সে জন্য ভোটারদের মতামত ও আমার দলের নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট প্রার্থী বা প্রতীককে সমর্থন দিচ্ছি না। নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আমি আমার নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এম এ হালিম ভোট বর্জন করায় মনিরামপুরে ভোটের লড়াইয়ে থাকছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের নুরুল্লা আব্বাসী ও সোনালি আঁশ প্রতীকে আবু নসর মোহাম্মদ মোস্তফা।
শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ হালিম। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
দলের কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষোভ থেকে তিনি ভোটের লড়াই থেকে সরে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন লাঙ্গলের এই প্রার্থী। এম এ হালিম অভিযোগ করে বলেন, ‘আমি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে নেমেছিলাম। ভোটের শুরু থেকে দেখছি, আমার দলের কেন্দ্রীয় নেতারা রহস্যজনক ভূমিকা পালন করছেন। দলের কিছু প্রার্থীর নির্বাচনী পোস্টার নিয়েও ইতিমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনয়ন দেওয়ার পর কেন্দ্রের কোনো নেতা আমাদের ভোটের খবর নেননি। তাতে স্থানীয় পর্যায়ে আমাদের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।’
সংবাদ সম্মেলনে এম এ হালিম বলেন, ‘আমরা সাধারণ জনগণের ভোট নিয়ে জিততে চেয়েছিলাম। বড় দুটি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে। এ জন্য আমরা নিশ্চিত হতে পেরেছি, অধিকাংশ ভোটার নির্বাচনে ভোটের মাঠে আসবেন না। সে জন্য ভোটারদের মতামত ও আমার দলের নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট প্রার্থী বা প্রতীককে সমর্থন দিচ্ছি না। নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আমি আমার নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এম এ হালিম ভোট বর্জন করায় মনিরামপুরে ভোটের লড়াইয়ে থাকছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের নুরুল্লা আব্বাসী ও সোনালি আঁশ প্রতীকে আবু নসর মোহাম্মদ মোস্তফা।
পুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১৫ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২৪ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
৩৪ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
৩৫ মিনিট আগে