Ajker Patrika

চর দখল করে অবৈধ ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ০২
চর দখল করে অবৈধ ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ

খুলনার ডুমুরিয়ায় নদীর চর দখল করে গড়ে উঠেছে অবৈধ মিনি ইটভাটা। সেখানে পোড়ানো হচ্ছে কাঠ। এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, ইটভাটা তৈরির লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে এই ইটভাটা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার অতুল পাল ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তালতলা নদীর চর এলাকায় এই ইটভাটা গড়ে তুলেছেন। কিন্তু সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠলেও এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে বিপুল পরিমাণ কাঠ। ডুমুরিয়া ও পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে খেজুর ও নারিকেলগাছের গুঁড়িসহ নানা শ্রেণির বনজ বৃক্ষের কাঠ সংগ্রহ করে ভাটা চত্বরে জড়ো করে রাখা হয়েছে। ইটভাটার কালো ধোঁয়ায় সাধারণ মানুষ সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে নানা শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্চয় সানা বলেন, ‘বেআইনিভাবে নদীর চর ভরাট করে দীর্ঘদিন ধরে তিনি ইটভাটা পরিচালনা করে আসছেন। ইটভাটার কারণে সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। প্রশাসনের কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানাই।’ 

এদিকে ভাটার মালিক অতুল পাল অবৈধ ইটভাটার কথা স্বীকার করে বলেন, ‘জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে ইটভাটা পরিচালনা করছি।’ 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত