Ajker Patrika

পাইকগাছায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮: ৫৭
পাইকগাছায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

খুলনার পাইকগাছায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ইউনুছ আলী জানান, প্রতিপক্ষ শামীম সরদারের স্ত্রীর ছাগল তাঁর ধান খেয়ে ক্ষতি করে। এর প্রতিবাদ করলে শামীম সরদার (৩৭), বকতিয়ার সরদার (৪২) ও আতিয়ার সরদার (৪৪) হামলা চালান। হামলায় তিনিসহ জান আলী সরদার (৩৪), আবু বাদশা (২২) ও শাহিন সরদার জখম হন।

অপর দিকে প্রতিপক্ষ শামীম সরদার জানান, তাঁর ছাগল ধান খায়নি। আইলে ঘাস খাচ্ছিল। ধান খাওয়ার কথা বলে প্রতিপক্ষ ইউনুছ আলীসহ পাঁচ-ছয়জন তাঁর মারধর করলে বকতিয়ার সরদার, আতিয়ার ও তিনি আহত হন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মারপিটের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষ হাসপাতালে ভর্তি রয়েছে। তারা মামলা দিলে মামলা নেওয়া হবে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত