দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় আব্দুস সালাম (৩০) নামের এক দিনমজুর ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেরা মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর পূর্বে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিবাহ হয়। তাদের পরিবারে (৮) বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তাঁর ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামের এক ব্যক্তির দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাঁরা ধরা পড়েন। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। কিন্তু বারবার সালিস করার পরও তাদের পরকীয়া থেমে থাকেনি।
গত তিন মাস পূর্বে আব্দুস সালামকে তাঁর স্ত্রী গোপনে তালাক দেন। তালাকের পরও ঘর-সংসার চলছিল। এ অবস্থায় গত ২০ দিন পূর্বে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তাঁর স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে গোলযোগ করে জিনিসপত্র নিয়ে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান।
আজ শুক্রবার (২১ জুন) সকালে সালামের স্ত্রী ও তাঁর প্রেমিককে এক সঙ্গে ঘুরতে দেখেন। এ কষ্ট সহ্য না করতে পেরে তিনি বাড়িতে এসে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।
প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তাঁর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। এরপর বেলা আড়াইটার দিকে দেবহাটা সার্কেল ও দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় আব্দুস সালাম (৩০) নামের এক দিনমজুর ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেরা মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর পূর্বে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিবাহ হয়। তাদের পরিবারে (৮) বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তাঁর ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামের এক ব্যক্তির দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাঁরা ধরা পড়েন। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। কিন্তু বারবার সালিস করার পরও তাদের পরকীয়া থেমে থাকেনি।
গত তিন মাস পূর্বে আব্দুস সালামকে তাঁর স্ত্রী গোপনে তালাক দেন। তালাকের পরও ঘর-সংসার চলছিল। এ অবস্থায় গত ২০ দিন পূর্বে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তাঁর স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে গোলযোগ করে জিনিসপত্র নিয়ে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান।
আজ শুক্রবার (২১ জুন) সকালে সালামের স্ত্রী ও তাঁর প্রেমিককে এক সঙ্গে ঘুরতে দেখেন। এ কষ্ট সহ্য না করতে পেরে তিনি বাড়িতে এসে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।
প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তাঁর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। এরপর বেলা আড়াইটার দিকে দেবহাটা সার্কেল ও দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই আওয়ামী লীগের নেতা বিদ্যুৎ বড়ুয়া থাকতেন চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফভ্যালি ভবনের একটি ফ্ল্যাটে। সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং
৪ ঘণ্টা আগেসদস্যদের ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেক্রেটারি এসএম ফরহাদ। পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে