পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গৃহবধূ রেণুকা বেগম (৫৫) হত্যার ঘটনার প্রধান আসামি শুকুর আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পাইকগাছা থানার পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ওই রাতেই পাইকগাছা থানায় নেওয়া হয়। আজ শনিবার সকালে ১৬৪ ধারা জবানবন্দি চেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, গত ১০ আগস্ট একটি নতুন ঘরে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে শুকুর আলী প্রতিবেশী রেণুকা বেগমকে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দেন। এ সময় তাঁর মাথার হাড় ভেঙে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর খুলনা একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত ১১ আগস্ট শুকুর আলীকে প্রধান আসামি করে নারীসহ পাঁচজনের নামে পাইকগাছা থানায় মামলা হয়। সেই মামলায় ৩০২ ধারা সংযোজন করার জন্য গত মঙ্গলবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে আদালত আবেদনটি গ্রহণ করে।
এসআই আরও জানান, এ মামলায় প্রধান আসামি শুকুর আলী ছাড়া অন্য আসামিরা জামিনে রয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুকুর আলীকে শুক্রবার ঢাকা জেলার সাবার থানার মুগরা কান্দি একটি কয়লা কারখানা থেকে গ্রেপ্তার করা হয়। আজ (শনিবার) সকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার জন্য আবেদন করে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি পুলিশের কাছে প্রাথমিকভাবে তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন।’
খুলনার পাইকগাছায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গৃহবধূ রেণুকা বেগম (৫৫) হত্যার ঘটনার প্রধান আসামি শুকুর আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পাইকগাছা থানার পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ওই রাতেই পাইকগাছা থানায় নেওয়া হয়। আজ শনিবার সকালে ১৬৪ ধারা জবানবন্দি চেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, গত ১০ আগস্ট একটি নতুন ঘরে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে শুকুর আলী প্রতিবেশী রেণুকা বেগমকে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দেন। এ সময় তাঁর মাথার হাড় ভেঙে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর খুলনা একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত ১১ আগস্ট শুকুর আলীকে প্রধান আসামি করে নারীসহ পাঁচজনের নামে পাইকগাছা থানায় মামলা হয়। সেই মামলায় ৩০২ ধারা সংযোজন করার জন্য গত মঙ্গলবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে আদালত আবেদনটি গ্রহণ করে।
এসআই আরও জানান, এ মামলায় প্রধান আসামি শুকুর আলী ছাড়া অন্য আসামিরা জামিনে রয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুকুর আলীকে শুক্রবার ঢাকা জেলার সাবার থানার মুগরা কান্দি একটি কয়লা কারখানা থেকে গ্রেপ্তার করা হয়। আজ (শনিবার) সকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার জন্য আবেদন করে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি পুলিশের কাছে প্রাথমিকভাবে তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন।’
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৪৩ মিনিট আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৪৩ মিনিট আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৪৩ মিনিট আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে