Ajker Patrika

গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০২
গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গৃহবধূ রেণুকা বেগম (৫৫) হত্যার ঘটনার প্রধান আসামি শুকুর আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পাইকগাছা থানার পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ওই রাতেই পাইকগাছা থানায় নেওয়া হয়। আজ শনিবার সকালে ১৬৪ ধারা জবানবন্দি চেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, গত ১০ আগস্ট একটি নতুন ঘরে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে শুকুর আলী প্রতিবেশী রেণুকা বেগমকে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দেন। এ সময় তাঁর মাথার হাড় ভেঙে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর খুলনা একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত ১১ আগস্ট শুকুর আলীকে প্রধান আসামি করে নারীসহ পাঁচজনের নামে পাইকগাছা থানায় মামলা হয়। সেই মামলায় ৩০২ ধারা সংযোজন করার জন্য গত মঙ্গলবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে আদালত আবেদনটি গ্রহণ করে।

এসআই আরও জানান, এ মামলায় প্রধান আসামি শুকুর আলী ছাড়া অন্য আসামিরা জামিনে রয়েছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুকুর আলীকে শুক্রবার ঢাকা জেলার সাবার থানার মুগরা কান্দি একটি কয়লা কারখানা থেকে গ্রেপ্তার করা হয়। আজ (শনিবার) সকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার জন্য আবেদন করে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি পুলিশের কাছে প্রাথমিকভাবে তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত