Ajker Patrika

পাইকগাছায় ‘আদালতের নিষেধাজ্ঞা না মেনে’ বাঁধ দিয়ে মাছেরঘের দখলচেষ্টার অভিযোগ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ‘আদালতের নিষেধাজ্ঞা না মেনে’ বাঁধ দিয়ে মাছেরঘের দখলচেষ্টার অভিযোগ 

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভরা মৎস্য ঘেরে জোরপূর্বক বাঁধ নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটেছে।

এর আগেও ওই ঘেরটি দখলের চেষ্টা করা হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা মানতে বললেও তা তারা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই ঘেরটিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে কৃষ্ণনগরের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণনগর মৌজায় আমার নিজস্ব ডিসিআর ও ইজারার ৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। গত এক বছর ধরে প্রতিবেশী সাহেব আলী গাজী ও নিত্যানন্দ দাশের ছেলে তুষার কান্তি দাশ আমার ঘেরের জমিতে মৎস্য চাষে বাঁধা সৃষ্টি করে আসছে।’

ঘের মালিক মান্নান গাজী আরও বলেন, ‘পাইকগাছা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান ভরা মৌসুমে তুষার কান্তি দাশ আমার ঘেরের মাঝ বরাবর বাঁধ দিয়ে মাছের ব্যাপক ক্ষতি করে দখলের চেষ্টা করছে।’

এ বিষয়ে অভিযুক্ত তুষার কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিজস্ব ১৩ শতক ও ডিসিআর মূলে কেডি স্কুলের ৯ শতক ও বিনয় নামে একজনের ৫ শতক জমিতে বাঁধ দিয়ে পৃথক করে নিচ্ছি।’

কিন্তু ঘেরে মাছ থাকা অবস্থায় বাঁধ কেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘থানায় বসাবসি হলেও মীমাংসা না হওয়ায় এখন বাঁধ দিচ্ছি।’

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘মৎস্য ঘেরের জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। কিন্তু এ নিয়ে আদালতের কোনো আদেশ বা রায় থাকলে সেটা উভয় পক্ষের মানা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত