সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) নৌকার প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের সংকট রয়েছে। বিভিন্ন কেন্দ্রে নৌকা ও কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্ট থাকলেও অন্য মেয়র প্রার্থীদের পোলিং এজেন্ট নেই বললেই চলে।
তবে সাধারণত নির্বাচনগুলোতে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ শোনা গেলেও খুলনাতে নৌকা ছাড়া অন্য প্রার্থীরাই আছেন পোলিং এজেন্ট সংকটে।
সকাল থেকে নগরীর ভেতরে ও বাইরে প্রায় ১৫টি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে শুধুমাত্র নৌকা ও কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট আছে। আবার কোনো কেন্দ্রে লাঙল ও হাতপাখার পোলিং এজেন্ট থাকলেও শুধুমাত্র একজনকেই পুরো কেন্দ্রে পাওয়া গিয়েছ।
সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী আব্দুল আউয়াল জানিয়েছেন, তার সব কেন্দ্রে পোলিং এজেন্ট আছে কিন্তু সব বুথে নেই। তবে তার পোলিং এজেন্টের সংখ্যা তিনি জানাতে চাননি।
অন্যদিকে জাতীয় পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, তারা ৯০ শতাংশ কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছেন। ১০ শতাংশে দিতে পারেননি।
তিনি জানান, কেন্দ্রে দিলেও সবগুলা বুথে পোলিং এজেন্ট নেই তাদের। এর কারণ হিসেবে বলেন, তার দল ৩২ বছর ক্ষমতায় নেই তাই অনেকেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছে না। এইজন্য তারা পোলিং এজেন্ট সংকটে পড়েছেন।
কেসিসি নির্বাচনে কেন্দ্র ২৮৯টি আর পোলিং বুথ ১ হাজার ৭৩২টি। জাতীয় পার্টির সূত্র বলছে, তাদের পোলিং এজেন্ট ২০০ এর মত। এমন তথ্য দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, জাতীয় পার্টি তার কাছে ২০০ পোলিং এজেন্ট দিতে পারবে এমন জানিয়েছেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারলেও সব বুথে পারবে না। তবে আওয়ামী লীগের সব বুথেই আছে একের অধিক পোলিং এজেন্ট।
খালিশপুরের তিনটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নৌকা ও স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের যথেষ্ট পরিমাণ পোলিং এজেন্ট রয়েছে। তবে জাতীয় পার্টি, জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীর কোনো পোলিং এজেন্ট নেই।
খালিশপুরের স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় শুধুমাত্র ইসলামী আন্দোলনের একজন পোলিং এজেন্ট আছেন।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘তার কাছে সব পোলিং এজেন্টের তথ্য আছে। তবে তিনি সবাইকে কেন্দ্রে পাননি।’
২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিকাশ চন্দ্র হালদার জানান, তার কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্ট নেই।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) নৌকার প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের সংকট রয়েছে। বিভিন্ন কেন্দ্রে নৌকা ও কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্ট থাকলেও অন্য মেয়র প্রার্থীদের পোলিং এজেন্ট নেই বললেই চলে।
তবে সাধারণত নির্বাচনগুলোতে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ শোনা গেলেও খুলনাতে নৌকা ছাড়া অন্য প্রার্থীরাই আছেন পোলিং এজেন্ট সংকটে।
সকাল থেকে নগরীর ভেতরে ও বাইরে প্রায় ১৫টি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে শুধুমাত্র নৌকা ও কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট আছে। আবার কোনো কেন্দ্রে লাঙল ও হাতপাখার পোলিং এজেন্ট থাকলেও শুধুমাত্র একজনকেই পুরো কেন্দ্রে পাওয়া গিয়েছ।
সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী আব্দুল আউয়াল জানিয়েছেন, তার সব কেন্দ্রে পোলিং এজেন্ট আছে কিন্তু সব বুথে নেই। তবে তার পোলিং এজেন্টের সংখ্যা তিনি জানাতে চাননি।
অন্যদিকে জাতীয় পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, তারা ৯০ শতাংশ কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছেন। ১০ শতাংশে দিতে পারেননি।
তিনি জানান, কেন্দ্রে দিলেও সবগুলা বুথে পোলিং এজেন্ট নেই তাদের। এর কারণ হিসেবে বলেন, তার দল ৩২ বছর ক্ষমতায় নেই তাই অনেকেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছে না। এইজন্য তারা পোলিং এজেন্ট সংকটে পড়েছেন।
কেসিসি নির্বাচনে কেন্দ্র ২৮৯টি আর পোলিং বুথ ১ হাজার ৭৩২টি। জাতীয় পার্টির সূত্র বলছে, তাদের পোলিং এজেন্ট ২০০ এর মত। এমন তথ্য দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, জাতীয় পার্টি তার কাছে ২০০ পোলিং এজেন্ট দিতে পারবে এমন জানিয়েছেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারলেও সব বুথে পারবে না। তবে আওয়ামী লীগের সব বুথেই আছে একের অধিক পোলিং এজেন্ট।
খালিশপুরের তিনটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নৌকা ও স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের যথেষ্ট পরিমাণ পোলিং এজেন্ট রয়েছে। তবে জাতীয় পার্টি, জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীর কোনো পোলিং এজেন্ট নেই।
খালিশপুরের স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় শুধুমাত্র ইসলামী আন্দোলনের একজন পোলিং এজেন্ট আছেন।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘তার কাছে সব পোলিং এজেন্টের তথ্য আছে। তবে তিনি সবাইকে কেন্দ্রে পাননি।’
২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিকাশ চন্দ্র হালদার জানান, তার কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্ট নেই।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২৪ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে