চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় দুই গ্রুপের সংঘর্ষে ঠান্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। এঘটনায় উভয় পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাঁওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল। পরে আজ সোমবার সন্ধ্যায় মেম্বার ঠান্ডু বাজারের স্কুল গেটে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় উভয় পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। এরপর মারামারি বাঁধে। মারামারির সময় মেম্বার ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেবার পথেই তাঁর মৃত্যু হয়।
এঘটনায় আহতরা হলেন সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), আসিম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) এবং আব্দুল হামিদ (৪৫)।
এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসিম ঘোষ ও মকবুল হোসেন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। মোমিনুর ও সিদ্দিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরের চৌগাছায় দুই গ্রুপের সংঘর্ষে ঠান্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। এঘটনায় উভয় পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাঁওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল। পরে আজ সোমবার সন্ধ্যায় মেম্বার ঠান্ডু বাজারের স্কুল গেটে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় উভয় পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। এরপর মারামারি বাঁধে। মারামারির সময় মেম্বার ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেবার পথেই তাঁর মৃত্যু হয়।
এঘটনায় আহতরা হলেন সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), আসিম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) এবং আব্দুল হামিদ (৪৫)।
এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসিম ঘোষ ও মকবুল হোসেন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। মোমিনুর ও সিদ্দিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে