Ajker Patrika

জনসমক্ষে মদ পান করে মাতলামো করায় ২ যুবক কারাগারে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৫
জনসমক্ষে মদ পান করে মাতলামো করায় ২ যুবক কারাগারে

খুলনার পাইকগাছায় জনসমক্ষে মদ পান করে মাতলামো করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার কপিলমুনির সাইফুল গাজীর ছেলে রব্বানী গাজী (২৫) এবং একই এলাকার আফসার আলী বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড এলাকায় জনসম্মুখে মদ পান করে ওই দুই যুবক মাতলামো করছিলেন। তাঁদের আটক করে পুলিশে দেয় জনতা। পুলিশ তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুজন মাদকাসক্ত যুবক পৌর সদরের স্ট্যান্ড এলাকায় মাতলামো করছিলেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। আটকদের নামে মাদক মামলা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত