চিতলমারীতে দুপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত ৪

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ২৩: ০৮

বাগেরহাটের চিতলমারীতে দুপক্ষের সংঘর্ষে হিজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আজ বুধবার ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

গতকাল রাতেই আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সংঘর্ষ হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান। তিনি বলেন, ‘পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝর্ণা বিশ্বাস থানা মামলা দায়ের করেছেন।’ 

হিজলা ইউপির সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০) বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু, স্বপ্না বিশ্বাস ওরফে বিদেশি, বাচ্চু শেখ, মামুন শেখ, বেল্লাল শেখ ও দিপক বিশ্বাসসহ বেশ কয়েকজনের সঙ্গে আমার বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল রাত ১০টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় বাড়ির সামনে ওই ব্যক্তিরা আরও ২৫-৩০ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমি ও আমার স্বামী দিলীপ বিশ্বাস (৪৮) গুরুতর আহত হয়েছি।’ 

এ বিষয়ে ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু বলেন, ‘বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ঝর্ণার লোকজন আমার ভাই দিপক বিশ্বাস (৫০) ও ভাইয়ের বউ কমলা বিশ্বাসকে (৪০) মারধর করে আহত করেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ 

হিজলা ইউপির চেয়ারম্যান কাজী আবু সাহিন বলেন, ‘বাবুগঞ্জ বাজার এলাকায় ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনুর নেতৃত্বে একটি মাদক বিক্রি ও নকল সোনা চোরাচালান চক্র ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় ধনু চক্র ঝর্ণার ওপর এই হামলা চালিয়েছে। আমরা হিজলা ইউনিয়ন পরিষদ এবং হিজলাবাসী ন্যক্কারজনক এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত