চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে দুপক্ষের সংঘর্ষে হিজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আজ বুধবার ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গতকাল রাতেই আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংঘর্ষ হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান। তিনি বলেন, ‘পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝর্ণা বিশ্বাস থানা মামলা দায়ের করেছেন।’
হিজলা ইউপির সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০) বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু, স্বপ্না বিশ্বাস ওরফে বিদেশি, বাচ্চু শেখ, মামুন শেখ, বেল্লাল শেখ ও দিপক বিশ্বাসসহ বেশ কয়েকজনের সঙ্গে আমার বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল রাত ১০টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় বাড়ির সামনে ওই ব্যক্তিরা আরও ২৫-৩০ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমি ও আমার স্বামী দিলীপ বিশ্বাস (৪৮) গুরুতর আহত হয়েছি।’
এ বিষয়ে ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু বলেন, ‘বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ঝর্ণার লোকজন আমার ভাই দিপক বিশ্বাস (৫০) ও ভাইয়ের বউ কমলা বিশ্বাসকে (৪০) মারধর করে আহত করেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
হিজলা ইউপির চেয়ারম্যান কাজী আবু সাহিন বলেন, ‘বাবুগঞ্জ বাজার এলাকায় ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনুর নেতৃত্বে একটি মাদক বিক্রি ও নকল সোনা চোরাচালান চক্র ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় ধনু চক্র ঝর্ণার ওপর এই হামলা চালিয়েছে। আমরা হিজলা ইউনিয়ন পরিষদ এবং হিজলাবাসী ন্যক্কারজনক এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছি।’
বাগেরহাটের চিতলমারীতে দুপক্ষের সংঘর্ষে হিজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আজ বুধবার ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গতকাল রাতেই আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংঘর্ষ হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান। তিনি বলেন, ‘পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝর্ণা বিশ্বাস থানা মামলা দায়ের করেছেন।’
হিজলা ইউপির সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০) বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু, স্বপ্না বিশ্বাস ওরফে বিদেশি, বাচ্চু শেখ, মামুন শেখ, বেল্লাল শেখ ও দিপক বিশ্বাসসহ বেশ কয়েকজনের সঙ্গে আমার বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল রাত ১০টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় বাড়ির সামনে ওই ব্যক্তিরা আরও ২৫-৩০ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমি ও আমার স্বামী দিলীপ বিশ্বাস (৪৮) গুরুতর আহত হয়েছি।’
এ বিষয়ে ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু বলেন, ‘বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ঝর্ণার লোকজন আমার ভাই দিপক বিশ্বাস (৫০) ও ভাইয়ের বউ কমলা বিশ্বাসকে (৪০) মারধর করে আহত করেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
হিজলা ইউপির চেয়ারম্যান কাজী আবু সাহিন বলেন, ‘বাবুগঞ্জ বাজার এলাকায় ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনুর নেতৃত্বে একটি মাদক বিক্রি ও নকল সোনা চোরাচালান চক্র ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় ধনু চক্র ঝর্ণার ওপর এই হামলা চালিয়েছে। আমরা হিজলা ইউনিয়ন পরিষদ এবং হিজলাবাসী ন্যক্কারজনক এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছি।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে