খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ২৪ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন।
জানা গেছে, বিরাজমান পরিস্থিতি ও বিভিন্ন সময় তাঁদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপিপন্থী শিক্ষকেরা। খুবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোটে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায়ও বিএনপিপন্থী কোনো শিক্ষকের নাম দেখা যায়নি। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। যদিও জাতীয় নির্বাচনের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সম্পর্ক নেই, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা চেয়েছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষা নিতে। অথচ গুচ্ছতে থেকে সবচেয়ে খারাপ শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। এ ছাড়াও আমাদের কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ও তারা সেভাবে চালাক, আমাদের তো দরকার নেই।’
নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক সমিতি নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী হিসেবে অংশগ্রহণের সুযোগ নেই। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তার আলোকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলে কেউ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুবি শিক্ষক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ২৪ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন।
জানা গেছে, বিরাজমান পরিস্থিতি ও বিভিন্ন সময় তাঁদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপিপন্থী শিক্ষকেরা। খুবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোটে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায়ও বিএনপিপন্থী কোনো শিক্ষকের নাম দেখা যায়নি। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। যদিও জাতীয় নির্বাচনের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সম্পর্ক নেই, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা চেয়েছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষা নিতে। অথচ গুচ্ছতে থেকে সবচেয়ে খারাপ শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। এ ছাড়াও আমাদের কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ও তারা সেভাবে চালাক, আমাদের তো দরকার নেই।’
নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক সমিতি নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী হিসেবে অংশগ্রহণের সুযোগ নেই। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তার আলোকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলে কেউ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুবি শিক্ষক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১ সেকেন্ড আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১২ মিনিট আগে