Ajker Patrika

বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ১২: ১২
বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আমজাদ আলী (৪৮) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার ভোরে পুটখালীর ওপারে ভারতের আংরাইল সীমান্তে এই ঘটনা ঘটে। 

আহত আমজাদ আলী শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে। তিনি গরুর ব্যবসা করেন। স্থানীয়রা আমজাদ আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। 

আহতের পরিবার সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ শটগানের গুলি ছোড়ে। এতে বেনাপোলে পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তে আমজাদ আলী গুলিবিদ্ধ হন। সহকর্মীদের সহযোগিতায় বাড়ি ফিরে এলে স্বজনেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। 

এর আগে পুটখালী সীমান্তের ওপারে গত ৩ এপ্রিল বিএসএফের রাবার বুলেটে শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামের দুই বাংলাদেশি আহত হয়েছিলেন। 

বেনাপোলের পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফ্ফার বলেন, ‘পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তপথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ আমজাদ আলীকে গুলি করে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পরিবারের কাছ থেকে জেনেছি।’ 

এ বিষয়ে আজ সোমবার সকাল ১০টার দিকে কথা হলে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, ‘এখন পর্যন্ত পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে কেউ আহত হয়েছেন এমন খবর পাইনি।’ তিনি আরও বলেন, ‘পুটখালী সীমান্তপথে অবৈধ পারাপারের সুযোগ কম। যেহেতু বিষয়টি শুনেছি। খবর নিয়ে পরবর্তীতে জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত