Ajker Patrika

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর গ্রেপ্তার সাবেক নেতা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৬
সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত
সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরোনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের সাবেক এক নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৪ আগস্ট থানায় রুজু হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহাঙ্গীর হোসেনের ফেসবুক পোস্টের স্কিনশর্ট। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীর হোসেনের ফেসবুক পোস্টের স্কিনশর্ট। ছবি: সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুরোনো ছবি পোস্ট দেন। সেই অপরাধে পুলিশ তাঁকে রাতে গ্রেপ্তার করেছে। তবে, এই অভিযোগ অস্বীকার করে গতকাল রাত ১১টার দিকে কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত